শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবসরের পর কার্টুনিস্ট হবেন মাশরাফি?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছোটবেলায় বেশ ডানপিটে স্বভাবের ছিলেন। তাঁর ভালোলাগা-মন্দলাগা অনেক কিছু আছে যা হয়তো অনেকেরই অজানা। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়ক ছোটবেলায় নাকি চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। তা হতে না পারলেও এখন আবার নতুন করে ইচ্ছে জেগেছে ক্রিকেট থেকে অবসরের পর নাকি কার্টুনিস্ট হওয়ার।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছোটবেলার স্মৃতিগুলো তুলে ধরে মাশরাফি লিখেছেন, ‘ছোটবেলায় আমি প্রচণ্ড ডানপিটে ছিলাম। বন্ধুরা মিলে দল বেঁধে ঘুরে বেড়াতাম আর পাড়া মাথায় তুলে রাখতাম সব সময়। বেশির ভাগ সময়ই থাকতাম নানাবাড়িতে, নানির কাছে। নদীতে ঝাঁপাঝাঁপি, নারিকেল পাতা দিয়ে জংলি সেজে ভয় দেখানো, এদিক ওদিক দুষ্টামি, ফুটবল আর ক্রিকেট।’

বাংলাদেশ দলের অধিনায়কের নানার বাড়ি ছিল নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ির পাশে। এই প্রথিতযশা শিল্পীর সঙ্গেও বাংলাদেশ অধিনায়কের বেশ কিছু স্মৃতি রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, “আমার নানাবাড়ি থেকে হাঁটা দূরত্বে ছিল সুলতান দাদুর বাসা। সুলতান দাদু মানে বাংলাদেশের কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান। তখন তো আর এত কিছু বুঝতাম না, দুষ্টামি করেই কুল পেতাম না। আমি দাদু বলেই ডাকতাম ওনাকে। ছোটবেলায় তাঁর কাছে গিয়ে বায়না ধরতাম ছবি আঁকা শিখাতে। দাদুও খুব আগ্রহ নিয়ে শেখানোর উদ্দেশ্যে কয়লা হাতে নিতেন। আমি আগ্রহ খুব বেশিক্ষণ রাখতে পারতাম না। মন পড়ে থাকত মাঠে। মাঠের টানে সেখান থেকে পালাতাম। দাদু অভিমান করে বলতেন, ‘এমন করলে আঁকাআঁকি হবে’?”

চিত্রশিল্পী হতে না পারলেও ক্রিকেটার হতে পেরে বেশ খুশি মাশরাফি, ‘আঁকাআঁকিটা হয়তো হয়নি, কিন্তু ক্রিকেটটা তো হয়েছে। তবে আগ্রহ নিয়ে শিখলে হয়তো আর্টিস্ট হয়ে যেতাম। তবে যার যেদিকে আগ্রহ, সেদিকে মনোযোগটা দিলে সেটা কিন্তু ঠিকই হবে, হতে বাধ্য! অবশ্য আর্টিস্ট না হওয়ায় আমার আফসোস নাই। বরং আমি খুশি যে নিজের আগ্রহের জায়গাকেই প্রাধান্য দিয়েছি। আমার পরিবারের সাপোর্ট ছিল। তবে খেলার কারণে যে কত মার খেয়েছি, হিসাব নেই।’

এখন নতুন করে বাংলাদেশ অধিনায়কের একটা আগ্রহ তৈরি হয়েছে, অবসরের পর কার্টুনিস্ট হওয়ার। অনেকটা মজার ছলে এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার ছোট ভাইয়ের এক কার্টুনিস্ট বন্ধুর মাধ্যমে আমি একটা কমিউনিটির খবর জানি, যারা ইউটিউবের মাধ্যমে আঁকাআঁকির কৌশল শিখাচ্ছে এবং সেটাও আবার বাংলাতে। ভাবছি, ক্রিকেট থেকে অবসরের পর এই শো দেখে আমিও কার্টুনিস্ট হয়ে যাব নাকি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি