অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা সীমান্তের পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে এবং তিনি ঢাকার বাসাবো থানার দক্ষিণগাঁও এলাকায় বাস করতেন।
জাতীয় সংসদ সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন কিবরিয়া। গত ২৫ সেপ্টেম্বর তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি পান।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি আন্তর্জাতিক সীমান্তরেখা থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানান।
লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদারকে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। তাকে কসবা থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দালাল চক্রের সদস্য মো. খায়রুল বাসার ও মো. নাদিম মিয়ার সহযোগিতায় সীমান্তে এসেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন