অভিনেত্রী মিষ্টি জান্নাতকে তুলে নিয়ে যাওয়ার হুমকি
অভিনেত্রী মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একইসাথে শুভ নাম পরিচয় দিয়ে এক যুবক বিয়ে করার কথা বলে, অন্যথায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
মিষ্টি জান্নাত কালের কণ্ঠকে বলেন, গত পরশু একটি ফোন আসে। আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়। কেন চাঁদা দেব, এমন প্রশ্নের জবাবে ঐ যুবক বলেন, অনেক কাজ করছেন এসবের জন্য চাঁদা লাগবে। এসময় ওই যুবক সরকারি দলের নেতা হিসেবে নিজেকে দাবি করেন। উল্লেখ্য, মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় করছেন।
মিষ্টি জান্নাত বলেন, গতকাল রাতে আমি শুটিং করছিলাম, প্রায় সাড়ে ১১টার দিকে একটা ফোন আসে। শুভ পরিচয় দিয়ে বলে যে কোনো সময় আমাকে তুলে নিয়ে যাওয়া হবে। বিয়ে করতে রাজি না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, না হলে আমাকে হত্যা করা হবে বলে জানায়। আমার গাড়ির নম্বর সে মুখস্থ বলে। সে আমাকে নাকি অনুসরণ করে।
মিষ্টি বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে র্যাব ও ডিবি পুলিশইকে জানিয়েছি। তারা আমাকে জানিয়েছে যেসব নম্বর থেকে ফোন আসছে সেগুলো ইন্টারনেট ফোন কল। আমি লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি। সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান মিষ্টি।
মিষতি বর্তমানে সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার রানি’ ও যৌথ প্রযোজনার ছবি ‘তুই আমার’ চলচ্চিত্র দু’টি নিয়ে ব্যস্ত আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন