অর্জনকে প্রশ্নবিদ্ধ করতেই হত্যাকাণ্ড : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতালির ও জাপানের যে দুই নাগরিককে হত্যা করা হয়েছে তা সরকারের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে। রোববার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জাতিসংঘের ৭০তম অধিবেশনে বাংলাদেশের অবস্থানের পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে দেশবাসীকে অবগত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এবারের অধিবেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর ধারাবাহিকতায় এবারের অধিবেশনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) গৃহীত হয়েছে। ১৭টি আশু উন্নয়নের লক্ষ্য সুনির্দিষ্ট করে ১৬৯টি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তিনি বলেন, গুলশানে ইতালির নাগারিককে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে রংপুরে জাপানের নাগরিককে হত্যা করা হয়েছে। দুজন বিদেশি হত্যার ঘটনার স্টাইল এক রকম। এতেই প্রমাণিত হয় এটা কিন্তু পরিকল্পিত। দুই বিদেশি হত্যার খুনিদের গ্রেফতার করে বিচার করা হবে।
তিনি বলেন, অস্ট্রোলিয়া টিম দেশে আসলো না। অথচ অস্ট্রোলিয়াতে কী হলো? সেখানে গুলিতে দুইজন মারা গেছেন। এতে তারা কী জাবাব দেবে? আবার আমেরিকায় স্কুলে গুলি করে নয়জনকে মারা হলো। সেখানে কী রেড এলার্ট দেওয়া হয়েছে? শেখ হাসিনা জানান, সরকার উৎখাতে বিএনপি চেয়ারপারসনের মানুষ পুড়িয়ে মারাটা বিশ্বনেতারা ভালো ভাবে নেয়নি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্ব নেতারা বাংলাদেশের রাজনৈতিক সংকট বা নির্বাচন নিয়ে কিছু বলেনি, দেশের উন্নয়ন নিয়ে কথা বলেছেন। বিশ্ব নেতাদের কাছে সংকট নেই, সংকট দেশের কিছু মানুষের মনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন