অসহায় ছকিনার দুঃখ দূর করলেন ওবায়দুল কাদের

ঘুমানোর জন্য জন্য খাট নেই, মশারীও নেই। শরীরের অবস্থা দেখলে মনে হয় ঠিকমতো খাবারও পান না। মানবতার জীবন যাপন করছেন। এমন অসহায় ও দুঃস্থ নারী ছকিনা বেগম (৭০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে থাকেন। গত রবিবার দুপুরে মহিলাটি অসুস্থ হয়ে পড়েন। এ খবর পেয়ে ওই এলাকার কদমতলা বাজারের ডাক্তার ইকবার তার চিকিৎসা করতে যান।
গতকাল সোমবার বিকেলে তাকে জীবন-যাপনের জন্য প্রয়োজনীয় একটি খাট, মশারি, লেপ-তোষক এবং চিকিৎসার যাবতীয় খরচসহ নগদ টাকা দেন সেতুমন্ত্রী।
জানা যায়, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদুরওয়ালা বাড়িতে থাকেন অসহায় ছকিনা বেগম। গত রোববার দুপুরে ছকিনা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কদমতলা বাজারের পল্লী চিকিৎসক ইকবাল চিকিৎসা করতে তার বাড়িতে যান। চিকিৎসা করতে গিয়ে মহিলাটির জীবন যাপনের করুণ চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন তিনি।
এরপর থেকেই ব্যাপক আলোচনায় আসে ওই ছবিটি। এ খবরটি মন্ত্রীর একান্ত সহকারী নুরুল করিম জুয়েল সেতুমন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী ওই মহিলার জন্য খাট, মশারী এবং চিকিৎসার যাবতীয় খরচ প্রদান করেন। এছাড়া মন্ত্রী উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাকে মহিলাটিকে বয়স্ক ভাতা প্রদানের নির্দেশ দেন।
এরপর ছকিনার জন্য একটি খাট, একটি মশারি, নগদ টাকা, লেপ-তোষক এবং চিকিৎসার যাবতীয় খরচ দেন সেতুমন্ত্রী। এছাড়া উপজেলা সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তাকে তাকে বয়স্কভাতা প্রদানের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে নুরুল করিম জুয়েল জানান, অসহায় ও দুস্থ ছকিনার মানবেতর জীবন যাপনের কথা জেনে মন্ত্রী মহিলাটির জন্য প্রয়োজনীয় সবকিছু দেন। এছাড়া চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দেন সেতুমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন