অসুস্থ ছেলেকে নিয়ে দুঃশ্চিন্তায় শাবনূর

ভালো নেই ঢাকাই সিনেমার একসময়কার পর্দা কাঁপানো জনপ্রিয় নায়িকা শাবনূর। তার একমাত্র ছেলে আইজান নেহানকে বেশ দুঃশ্চিন্তায় আছেন তিনি।
সম্প্রতি তার ছেলে ছেলে ফুড পয়জনিংয়ে আক্রান্ত। এজন্য তার শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং হঠাৎ বমি হতে থাকে। ছেলের শারীরিক এ অবস্থা দেখে দ্রুত স্কয়ার হাসপাতালে যান শাবনূর। সেখান থেকে বাসায় ফিরে এলেও বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে তার সন্তানের চিকিৎসা চলছে।
শাবনূর জানিয়েছেন, ছেলে আমার কাছে সবকিছু। কয়দিন আগে আমার বাসায় অতিথি আসে এবং অনেকটা আদর করতে গিয়েই তার মুখে বাইরের খাবার তুলে দেয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। যথেষ্ট পরিচর্যার মধ্য দিয়ে তাকে রাখতে হয়। বাইরের খাবার একদম খেতে দিই না।
তিনি বলেন, স্কয়ারের এক ডাক্তারের পরামর্শে নিয়মিত চিকিৎসা ও চেকআপ চলছে। খুব টেনশনে আছি। রাতেও ঠিকমতো ঘুমাতে পারছি না। তবে বর্তমানে আগের চেয়ে ভালো রয়েছে। হাসপাতালে ভর্তি করাতে হয়নি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯শে ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলের অবার্ন হাসপাতালে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় বেলা তিনটায়) শাবনূর পুত্র সন্তানের মা হন। স্বামী অনীক মাহমুদসহ তিনি এখন ঢাকায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন