অসুস্থ নার্গিসের জবানবন্দি চায় পুলিশ !
সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনাটি বর্তমানে দেশজুড়ে তোলপার। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদেও কথা বলেছেন। তাহলে পুলিশের চার্জশিট দিতে হাসপাতালের রিপোর্ট পেতে হবে কেনো? আসলে চার্জশিট না দিয়ে পুলিশ সময়ক্ষেপণ করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস। এ অভিযোগের বিষয়ে সিলেটের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল মুন্সী বলেন, ভিক্টিম খাদিজার জবানবন্দি ও আনুষঙ্গিক কাগজপত্র পেলেই পুলিশ চার্জশিট দিতে পারবে।
নার্গিসের ওপর হামলার ঘটনায় চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন সিলেটের শাহপরাণ থানায়। তিনি বলেন, ‘চিকিৎসকের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ, এখনো তারা চার্জশিট দিচ্ছে না। যেঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন, সেঘটনায় হাসপাতালের রিপোর্ট লাগবে কেনো? এটাতো অ্যাটেম টু মার্ডার, তাহলে পুলিশ ডাক্তারের রিপোর্টের অপেক্ষা কেনো করছে? পুলিশ চাইলেই চার্জশিট দিতে পারে।
ভিক্টিমের সুস্থ হতে সময় লাগবে, চার্জশিট দিতে কি সেপর্যন্ত অপেক্ষা করতে হবে? এমন প্রশ্নে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, অবশ্যই সেপর্যন্ত অপেক্ষা করতে হবে, নার্গিস সুস্থ হলে আমরা তার জবানবন্দি নেবো।
জবানবন্দি দেওয়ার মতো সুস্থ নার্গিস কবে হবেন, সে অবধি চার্জশিট আটকে রাখবেন কিনা প্রশ্নে ওসি বলেন, ‘এ ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি।
নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বলেন, ‘ছাত্রলীগের ওই নেতাকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। নার্গিস কবে সুস্থ হবে, সুস্থ হয়ে সে পুলিশের কাছে জবানবন্দি দেবে, এটা কেবল এদেশের পুলিশের পক্ষেই চিন্তা করা সম্ভব। আমার মেয়েটা অচেতন হয়ে পড়ে আছে হাসপাতালে। আর তারা আমার মেয়ের জবানবন্দি নেবে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগ যেমন বলেছে বদরুল তাদের কেউ না। আমরা চাই, তেমনি পুলিশ তার নিজস্ব আইনে চলবে। কারো দ্বারা প্রভাবিত হবে না। নার্গিসের ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যেন এ সমাজে আর কোনো বদরুলের জন্ম না হয়। আমরা মনে করি, পুলিশ দ্রুত চার্জশিট দিয়ে সেটাই প্রমাণ করবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
দেশে রোলস রয়েস ১২টি, ছয় মাসে এসেছে আটটি
বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি বলা হয় রোলস রয়েসকে। তবে একটাবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুবিস্তারিত পড়ুন
ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলো হিন্দু, বৌদ্ধ -খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট
ভারতের বিরুদ্ধে সনাতন ধর্মের নাম ভাঙ্গিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা ও ধর্মীয়বিস্তারিত পড়ুন