রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আইটেম গানের নামে যা হচ্ছে…..(ভিডিও)

লিউডের অনুকরণে ২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে শুরু হয়েছে আইটেম সংয়ের চল। ‘প্রেমরসিয়া’র মতো গানে বিপাশা কবির সূচনায় আবেদন ছড়িয়েছিলেন বেশ। ধীরে ধীরে এক বিপাশার বাঁকা ঠোটের চর্বিত চর্বণে আইটেম সংয়ের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।

বলিউডের নায়িকা স্নেহা উল্লাল থেকে শুরু করে মার্কিন মুল্লুকের অধিবাসী সিন্ডি রোলিং পর্যন্ত কেউ-ই যেন ঢাকায় আইটেম সংকে জমাতে পারলেন না যুৎসই করে। মাঝখানে মাহিয়া মাহির ‘ম্যাজিক মামনি’ চমক দেখালেও ববি, আঁচল, পরীসহ নায়িকাদের আইটেম মিছিলে আলাদা কোনো যাদু চোখে পড়েনি।

রেম্পকন্যা রুমা করেছেন আইটেম। লাক্সসুন্দরী প্রসূনও করেছেন। সব প্ল্যাটফর্মের সুন্দরীদের কোনো না নেই আইটেম সংয়ে। সম্প্রতি ফেসবুক ক্রেজ নায়লা নাঈম রুপালি পর্দায় দেখা দিলেন। এ সপ্তাহেও শুটিংফ্লোরে আইটেম সংয়ে পারফর্ম করলেন। কিন্ত নায়লা নেশা জাগিয়ে রাখতে পারবেন তো দর্শকদের?

ফি সপ্তাহে ছবি রিলিজ হচ্ছে। তাতে যেনতেন প্রকারে একটা আইটেম গান ঠেসে দেয়া হচ্ছে। ছবিগুলোর বক্স অফিস ব্যর্থতার সাথে তাল মিলিয়ে আইটেম সংগুলো ছড়াচ্ছে বাজে হাওয়া। ভিনদেশি সংস্কৃতি থেকে ধার করে আনা আইটেম সং সুস্থ ছবিগলোতেও পরিবেশ নষ্টের কারণ হচ্ছে।

প্রতিটি আইটেম গানের সেট, শিল্পীর কষ্টিউম, গানের কথা, কম্পোজিশন সবই অভিন্ন। প্রতিটি গানের কথায় বেহিসেবে ঢুকে পড়ছে হিন্দী শব্দ। ইংরেজি-হিন্দী-বাংলা শব্দ প্রবেশ করে, গানের গীতিময়তাকে নিষ্পেষণ করে, প্রবল বাণিজ্যের সস্তা উপকরণে পরিণত হয়েছে আইটেম গান।

মুন্নী, শিলা, চামেলী, দেহ, রূপ, রস, দিল- এরকম চেনা উত্তেজক হিন্দী-বাংলা শব্দ দিয়ে গাঁথা হচ্ছে গানের কথা। সেসব গান দর্শকের উত্তেজনাকেও জাগাতে ব্যর্থ হচ্ছে বারংবার ব্যবহারের কারণে। ফলে আইটেম সং এখন রচিহীনতার মহোৎসব ছাড়া কিছুই নয়।

‘তোমার জন্য মন কান্দে’ নামের একটা আনরিলিজড আধা ফোক আধা রোমান্টিক ছবিতে বিপাশা কবিরের একটা আইটেম গান ঠাঁই পেয়েছে। সেই গানের কথাগুলো এরকম-

”ওরে পাকনা চেয়ে দেখনা আমি আইসক্রিম
চাইলে পাবি আইলে খাবি দেখবি নাইস ড্রিম
আ্ইসক্রিম খাবো আমি মিষ্টি মিষ্টি করে
নাইস ড্রিম দেখবো আমি দুষ্টু দুষ্টু করে।”
গেল ঈদের ‘রাজাবাবু’ এর গানে বলা হচ্ছে-‘আয় না দুজনে মিলে ওয়ান টু খেলি/মুন্নী শিলা নই আমি আমি চামেলি।’ এবারের ঈদের ‘লাভ ম্যারেজ’র গানে বলা হচ্ছে-‘আমি দেখতে লালে লাল/রূপে গোল মরিচের ঝাল।’ গানের ভেতরের কথায় ‘চিকনি চামেলি সোহাগী মায়ায় নেবো ভাসিয়ে’তে একই কথার পুনরাবৃত্তি।

অন্য আইটেম কন্যাদের গানে ছিটেফোটা নতুনত্ব থাকলেও বিপাশা কবিরের গান মানেই একঘেয়েমি। নকল সুরের গানে সেই বস্তাপচা কোরিওগ্রাফি। প্রতিটি ছবিতে একইভাবে তরুণ ভিলেনদের সাথে উদ্দাম ঢলাঢলি। বলিউডে আইটেম সং পুরনো ক্যাবারে ড্যান্সের ফরমেট ভেঙে বেরিয়ে এলেও, বিপাশাদেরকে নব্বই দশকের নাসরিনদের পুনর্জন্ম বলে অভিহিত করছেন সচেতন নির্মাতা-কলাকুশলীরা।
কাটপিস জুড়তে না পেরে নির্মাতারা বিপাশাদের গান দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন। কিন্তু মানসম্পন্ন আইটেম নাম্বারের অভাবে, আইটেম সংয়ের প্রতি নির্মাতাদের অসহায় আনুগত্যে, গোটা বিষয়টা রুচিহীনতার মহোৎসবে পরিণত হয়েছে। মেধাবী নির্মাতারাই এখন কেবল পারেন এই দর্শকপ্রিয় ট্রেন্ডটিকে ভালোভাবে ধরে রাখতে।
https://youtu.be/edCIIYDkQrY

এই সংক্রান্ত আরো সংবাদ

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন

বলিউড অভিনেতা অজয় ​​দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন

  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন
  • সংগীত শিল্পী খালিদ আর নেই