আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন প্রথম কাজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিজ দপ্তরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের প্রথম প্রায়োরিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়।’
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান, ‘ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসবে জাতিসংঘের প্রতিনিধিদল। তারা ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্ত করবে। তাদের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার’।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে কীভাবে জাতিসংঘ আরও সহযোগিতার হাত নিয়ে বাংলাদেশের পাশে থাকতে পারে আবাসিক প্রতিনিধিদের সঙ্গে সে ব্যাপারে আলোচনা হয়েছে।
এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পুলিশ লাইন্স হাসপাতালে ছাত্র আন্দোলনের সময় আহত পুলিশ সদস্যদেরও দেখতে যান তিনি। এ সময় তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
এ সময় পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান, হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন