আইন ও শাসন পরিপন্থি কাজ করতে দিব না
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজন সভায় প্রধান বিচারপতি নরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আইনজীবীদের অস্বীকার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা বাংলাদেশে আইন ও শাসন পরিপন্থি কাজ করতে দিব না।’
বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ সভা-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আইনজীবীদের উদ্দেশ্য করে দীর্ঘ বক্তব্যে বলেন, ‘আপনারা হলেন সমাজের বিবেকবান মানুষ, আইন পেশাকে রাজনীতিতে ব্যবহার করবেন না। বর্তমানে আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই বারের নির্বাচনে কে সভাপতি, কে সেক্রেটারি হবেন এটা রাজনীতিবিদরা নির্ধারণ করেছেন। এটা আমাকে খুব বেশি পীড়া দেয়। অর্থনীতি, রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক দিকে দিয়ে আমাদের দেশ আগের চেয়ে অনেক অগ্রসর হচ্ছে।’
তিনি সারাদেশের আইনজীবীদের আকুল আবেদন করে বলেন, ‘বিচারকদের সঙ্গে আপনাদের মনোমালিন্য হলে কোর্ট বয়কট করবেন না। প্রয়োজনে বিষয়টি প্রধান বিচারপতি হিসেবে আমাকে জানাবেন। আমি সমাধান করতে ব্যর্থ হলে আপনারা কোর্ট বয়কট করবেন।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোতাহের আলী, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. শাহ জালাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, মো. আবু তাহের প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘আমরা আজব দেশে বাস করি। বিশ্বের অন্যান্য দেশে বিচারকরা অবসরে যাওয়ার পর আর কোনো মামলার রায় লিখতে পারেন না। আমাদের দেশে অতীতে এরকম রায় দিলেও এখন থেকে আর এ সুযোগ দেয়া যাবে না। অতীতে যারা এ রকম সুযোগ দিয়েছেন তাদের মধ্য থেকে কেউ কেউ বুঝেও আবার না বুঝেও সুযোগ দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমি মৌলভীবাজারের আনইজীবীদের সঙ্গে বসলে মনে হয় আমার নিজের বাড়িতে বসেছি।’
বক্তব্যের শুরুতে জেলায় কর্মরত মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানান। এছাড়া অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোক উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন
মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন