আইন সংশোধন হচ্ছে মানবপাচার রোধে : আমু
আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মানব পাচার রোধে প্রচলিত আইন সংশোধন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় শিল্পমন্ত্রী আরও বলেন, ‘ইদানীং মানব পাচারের সময় নৌকাডুবির যে করুণ দৃশ্যগুলো, এ বিষয়ে আমরা গুরুত্বসহকারে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা আইনের বিধি-বিধান পরিবর্তন করে কঠিনভাবে এটাকে দমন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সম্মিলিতভাবে এটা রোধ করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এবং অনেক জায়গায় অনেককে গ্রেফতার করা ও উদ্ধার করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন