আইন সংশোধন হচ্ছে মানবপাচার রোধে : আমু
আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মানব পাচার রোধে প্রচলিত আইন সংশোধন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় শিল্পমন্ত্রী আরও বলেন, ‘ইদানীং মানব পাচারের সময় নৌকাডুবির যে করুণ দৃশ্যগুলো, এ বিষয়ে আমরা গুরুত্বসহকারে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা আইনের বিধি-বিধান পরিবর্তন করে কঠিনভাবে এটাকে দমন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সম্মিলিতভাবে এটা রোধ করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এবং অনেক জায়গায় অনেককে গ্রেফতার করা ও উদ্ধার করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আসিফ নজরুল: ছয় কমিশনের প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি
অন্তবর্তীকালীন সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারিবিস্তারিত পড়ুন
ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশলবিস্তারিত পড়ুন
সন্তান মোবাইল ফোনে কী করছে, সতর্ক হোন এখনই
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বড় ধাক্কা লেগেছে দেশের আইনশৃঙ্খলারবিস্তারিত পড়ুন