আইপিএলে সাদা-কালো হলেন মাহি!
আর ৭২ ঘণ্টা পরেই রোহিত শর্মার মুম্বইয়ের মুখোমুখি হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি৷ তবে এবার আর চেন্নাইয়ের হলুদ জার্সিতে নয় নতুন দল রাইজিং পুণে সুপার জায়ান্টসের জার্সিতে আইপিএলে খেলতে নামবেন ভারতীয় দলের অধিনায়ক৷ দীর্ঘ আট বছর চেন্নাইয়ের হয়ে টি-২০ টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছেন৷ বলা যেতে পারে ধোনিই ছিলেন তাঁর ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়৷ সুপার কিংসের হয়ে দু’বার আইপিএল জিতেছেন তিনি৷ এছাড়া প্রত্যেকবারই দলকে শেষ চারেও তুলেছেন তিনি৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চেন্নাইকে দু’বার সেরার শিরোপা পেতে সাহায্য করেছেন৷
কিন্তু আট বছরের এই সম্পর্ক থেকেই এখন ধোনি বিচ্ছিন্ন৷ লোধা কমিশনের রায়ের পর আইপিএল থেকে চেন্নাইসুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে বহিষ্কার করা হয়৷ এবং ড্রাফটের মাধ্যমে ক্যাপ্টেন কুলকে নিজের দল রাইজিং পুণে সুপার জায়ান্টসে নিয়ে নেন কলকাতার শিল্পপতি ও অ্যাটলেটিকো মাদ্রিদের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা৷ পুরানো দলের মতো নতুন দলের অধিনায়কত্ব করা নিয়েও আশাবাদী মাহি৷ চেন্নাইয়ের মতো পুণেকেও তিনি সাফল্য এনে দিতে চান৷
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারত ডারেন স্যামিদের কাছে সেমিফাইনালে হেরে যাওয়ার পর রাঁচির রাজপুত্রকে নিয়ে কম সমালোচনা হয়নি৷ তবে সেইসবে পাত্তা না দিয়ে ধোনি এখন পুণের হয়ে প্রাক্টিসে ব্যস্ত৷ গতকাল নিজের দলের সঙ্গে প্রথম প্র্যাক্টিসের ছবিও পোস্ট করেন তিনি৷ আর বুধবার পুণের সাদা জার্সি পড়ে একটি ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেন ধোনি৷
এখন দেখার আসন্ন আইপিএলে ধোনির পারফর্ম্যান্স কেমন হয়? চেন্নাইয়ের মতো রঙিন নাকি নতুন জার্সির মতো সাদা-কালো?
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন