আইপিএল নিয়ে তাড়া নেই সাকিবের
বিশ্বকাপ দিয়ে চেনা ছন্দে ফিরেছেন। ব্যাটে-বলে চেনা সাকিব আল হাসানকেই দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে। তবু শেষবেলার গল্পটা ভালো হয়নি। বাংলাদেশ দলের করুণ বিদায়ে অতৃপ্ত তিনিও। আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচও নেই। ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলেই সব মনোযোগ থাকার কথা তার।
কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার বলছেন অন্যরকম কথা। মাত্র কদিন বাকি থাকলেও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম প্রধান এই অস্ত্র বলছেন, সামনে আইপিএল থাকলেও এ নিয়ে খুব একটা ভাবছেন না তিনি।
বিশ্বকাপ শেষে দেশে ফিরেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও সন্তান আলায়না হাসান অব্রিকে নিয়ে কক্সবাজার গিয়েছিলেন সাকিব। সেখান থেকে ফিরে রোববার রানার গ্রুপের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব। একটি নতুন মোটরসাইকেলের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দল ও আইপিএল নিয়ে কথা বলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
এ সময় আইপিএলে খেলা নিয়ে সাকিব বলেন, ‘সামনে আইপিএল-এ প্রসঙ্গে খুব একটা ভাবছি না। আমি পেশাদার ক্রিকেটার। যেখানেই খেলি নিজের সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনের জন্যই খেলি।’ এবার নিয়ে টানা চতুর্থবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সাধারণত জনসম্মুখে খুব একটা দেখা যায় না সাকিব আল হাসানকে। তাই এমন একটি অনুষ্ঠান উপস্থিত থাকতে পেরে সাকিব বলছেন, ‘সাধারণত জনসম্মুখে খুব একটা আসা হয় না। অনেক দিন পর খেলার বাইরে মানুষের মাঝে আসলাম। খুব ভালো লাগছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন