আইপিএল ফাইনালে হাওয়ায় ভাসা চিয়ার গার্লরা
ইপিএল ফাইনাল। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দলের আনন্দ বেদনার সাথে গোটা দুটি মাস মিশে ছিলেন তাদের চিয়ার লিডাররাও। দেশের এই মাঠ সেই মাঠে খেলার সময় চার, ছক্কা, উইকেট, জয়ে তারা মাতিয়ে রেখেছেন নিজেদের সমর্থকদের। অন্য সব দলের চিয়ার গার্লরা বিদায়ের কষ্ট নিয়ে আসর শেষ করেছেন। রবিবারের ফাইনালে আরসিবি- ও হায়দ্রাবাদের চিয়ার লিডাররাই কেবল ছিলেন। তাদেরও মধ্যে একটি দলকে কষ্ট পেতে হবে। অন্য দল ভাসবে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে। খেলা শুরুর আগে দুই দলের চিয়ার লিডাররা এক হয়ে গেলেন। আনন্দ করলেন। নাচলেন। উড়লেন। হাওয়ায় ভাসলেন। এরপর শুরু ম্যাচ। খেলার কিছু মুহূর্তে দুই দলের চিয়ার লিডারদের বাতাসে ভাসার ছবিও ক্যামেরা বন্দী হলো।
আইপিএল ফাইনাল তখনো শুরু হয়নি। দুই দলের চিয়ার লিডাররা মাঠে এক সাথেই দেখালেন তাদের কিছু কীর্তি।
ফাইনাল শুরুর আগে আরসিবি ও হায়দ্রাবাদের চিয়ার গার্লরা।
আরেকটি ছক্কা হাঁকালেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সেই সাথে বাতাসে ভাসলেন হায়দ্রাবাদ দলের চিয়ার লিডাররা।
উইকেট! অপেক্ষার অবসান হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলে নিলো আরেকটি উইকেট। সেই আনন্দে উড়তে চাইলেন হায়দ্রাবাদের চিয়ার কন্যারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন