আইপিএল ফাইনালে হাওয়ায় ভাসা চিয়ার গার্লরা
ইপিএল ফাইনাল। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দলের আনন্দ বেদনার সাথে গোটা দুটি মাস মিশে ছিলেন তাদের চিয়ার লিডাররাও। দেশের এই মাঠ সেই মাঠে খেলার সময় চার, ছক্কা, উইকেট, জয়ে তারা মাতিয়ে রেখেছেন নিজেদের সমর্থকদের। অন্য সব দলের চিয়ার গার্লরা বিদায়ের কষ্ট নিয়ে আসর শেষ করেছেন। রবিবারের ফাইনালে আরসিবি- ও হায়দ্রাবাদের চিয়ার লিডাররাই কেবল ছিলেন। তাদেরও মধ্যে একটি দলকে কষ্ট পেতে হবে। অন্য দল ভাসবে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে। খেলা শুরুর আগে দুই দলের চিয়ার লিডাররা এক হয়ে গেলেন। আনন্দ করলেন। নাচলেন। উড়লেন। হাওয়ায় ভাসলেন। এরপর শুরু ম্যাচ। খেলার কিছু মুহূর্তে দুই দলের চিয়ার লিডারদের বাতাসে ভাসার ছবিও ক্যামেরা বন্দী হলো।
আইপিএল ফাইনাল তখনো শুরু হয়নি। দুই দলের চিয়ার লিডাররা মাঠে এক সাথেই দেখালেন তাদের কিছু কীর্তি।
ফাইনাল শুরুর আগে আরসিবি ও হায়দ্রাবাদের চিয়ার গার্লরা।
আরেকটি ছক্কা হাঁকালেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সেই সাথে বাতাসে ভাসলেন হায়দ্রাবাদ দলের চিয়ার লিডাররা।
উইকেট! অপেক্ষার অবসান হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলে নিলো আরেকটি উইকেট। সেই আনন্দে উড়তে চাইলেন হায়দ্রাবাদের চিয়ার কন্যারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন