আইপিএল স্বপ্নে বিভোর মুস্তাফিজ

এবারই প্রথমবারের মত ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাবে বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানকে। বাঁ-হাতি এই ফাস্ট বোলার এক কোটি চল্লিশ লাখ রুপির বিনিময়ে তিনি খেলবেন হায়দ্রাবাদ সান রাইজার্সে।
এই আইপিএলে খেলে আবারও নিজেকে বিশ্বের দরবারে পরিচিত করার স্বপ্নে বিভোর মুস্তাফিজ। বললেন, ‘ইনজুরির পর এখন আমি শতভাগ ফিট। সব খেলার আগে পরিকল্পনা তো একটা থাকেই। কিন্তু মাঠে নেমে বল আর ব্যাটের গতি দেখে নতুন পরিকল্পনা মাথায় এসে যায়। তখনই সিদ্ধান্ত নিতে হয় কিভাবে ক্রিকেটে ঝাঁকুনি দেওয়া যায়।’
কথা বললেন বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য-ব্যর্থতা নিয়েও। বিশ্বকাপে মাত্র তিন ম্যাচে নয় উইকেট পাওয়া মুস্তাফিজ বললেন, ‘আমি বোলিংয়ে আরো উজ্জীবিত হয়েছি। নিজের মধ্যে আরো শক্তি সঞ্চার করেছি। আগামীতে দেখাতে চাই নতুন চমক। দোয়া চাই সবার। তাসকিন ও সানিকে বিশ্বকাপে নিষিদ্ধ করার ঘটনায় ব্যথা পেয়েছিলাম। এক পরিবারের কেউ অসুস্থ হলে মনটা যেমন খারাপ হয়ে যায়, এক্ষেত্রেও তাই হয়েছিলো। আমরা পরস্পরের খেলা থেকে নিজেরা শিখি বলে মন্তব্য করেন তিনি।’
আগামী নয় এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের নবম আসর। আর ১২ এপ্রিল ব্যাঙ্গালুরুতে ক্রিস গেইল-বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মোকাবেলা করবে মুস্তাফিজের দল হায়দ্রাবাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন