আইসিইউ থেকে সিসিইউতে রিয়াজ
জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানাগেছে। মঙ্গলবার রাত ১০ টার সময় সর্বশেষ এই তথ্য জানা গেছে। বিষয়টির সত্যতা নিশ্চত করেছিলেন চিত্রনায়ক নিরব।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসাল্টেন্ট প্রফেসর ডা. শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে রিয়াজের চিকিৎসা চলছে। ডা. শাহাবুদ্দীন জানান, তার হৃৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি গুরুতর হওয়ায় সেখানে রিং পরানো হয়েছে।
এখন তিনি ভাল আছেন। বর্তমানে এ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। সোমবার রাতেই তার হৃৎপিন্ডে রিং বসানো হয়। এর পরপরই হাসপাতালের আইসিইউ থেকে তাকে সিসিইউতে নেয়া হয়েছে। জানা গেছে, সুস্থতার ধারাবাহিকতা অব্যাহত থাকলে আজই তাকে কেবিনে নেয়া হতে পারে।
উল্লেখ্য, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে ১৯ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে স্ট্রোক করেন দেশের জনপ্রিয় চিত্র নায়ক রিয়াজ। পরে জরুরী ভিত্তিতে রাজধানীর অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন ভর্তি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন