সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইসিসির সেরা দশে তামিম-মুস্তাফিজ

প্রথম রাউন্ড, সুপার টেন পেরিয়ে শেষ চারের লড়াইয়ে পৌঁছে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। বিশ্বকাপ থেকে বাংলাদেশ খালি হাতে ফিরলেও সেরা দশ পারফরম্যান্সের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। এদের একজন হলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও আরেকজন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান।

ফাইনালের আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ পারফরম্যান্সের তালিকা তৈরি তরেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে জায়গা করে নিয়েছে ওমানের বিপক্ষে করা তামিম ইকবালের সেঞ্চুরি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স।
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিরদ্ধে তামিম খেলেছিলেন ৬৩ বলে অপরাজিত ১০৩ ইনিংস। যা ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি। এই ইনিংসে তামিম হাঁকিয়েছিলেন ১০টি চার ও পাঁচটি ছক্কা। দলও জিতেছিল হেসে খেলে। এই ইনিংসের কারণেই সেরা দশে জায়গা পেয়েছেন তামিম ইকবাল।

অন্যদিকে মুস্তাফিজ জায়গা পেয়েছেন শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে। যে ম্যাচে মাত্র ২২ রানে নিয়েছিলেন ৫টি উইকেট। যা চলতি বিশ্বকাপে সেরা বোলিং ফিগার। যদিও ওই ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ৭০ রানে। তবে মুস্তাফিজের কীর্তি কিছুটা উজ্জ্বল করেছিল টাইগারদের মুখ।
তামিম
সেরা ১০ পারফরম্যান্সের তালিকায় দাপট সাত ব্যাটসম্যানের। বাকি তিনজন বোলার। তামিম ছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে আছে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইলের দুর্দান্ত সেঞ্চুরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলির অপরাজিত ৮২ রান, যার বদৌলতে ভারত পৌঁছে যায় সেমিতে। এছাড়া আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংলিশ ব্যাটসম্যান জো রুটের ৮৩, প্রোটিয়াদের বিপক্ষে আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদের ৪৪, ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের লড়াকু ৭৩, বাংলাদেশের সঙ্গে শহীদ আফ্রিদির করা ৪৯ রান।
মুস্তাফিজ
মুস্তাফিজ ছাড়া এই তালিকায় আছে মাত্র দুজন বোলার। তারা হলেন নেদারল্যান্ডসের পেসার পল ফন মিকরেন ও নিউজিল্যান্ডের সান্টনার। আয়ারল্যান্ডের বিপক্ষে ফন মিকেরেন নিয়েছিলেন ১১ রানে ৪ উইকেট, ভারতের বিপক্ষে ১১ রানে ৪ উইকেট পেয়েছিলেন স্যান্টনার।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন

  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন