আওয়ামী লীগ দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় না, দেবেও না: নাছিম
আওয়ামী লীগে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ কখনই দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।
তিনি বলেন, ‘দুর্নীতি, চাদাঁবাজদের প্রশ্রয় দেয় না আওয়ামী লীগ। এই দল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে। দুর্নীতিবাজদের রক্ষা করতে বিএনপি জামাতি যেই আন্দলন করছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি।’
শনিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখি, এই দলকে ধ্বংস করা সহজ না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমরা সরকারে আছি, রাজপথে আছি, জনগণের পক্ষে আছি।’
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘লন্ডনে দুর্নীতিবাজ নেতা তারেক রহমানকে রক্ষা করতে বিএনপি যেই আন্দলন করছে আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করছি। বাংলাদেশে এ সকল দুর্নীতিবাজদের এনে শাস্তি দিতে হিবে। আমরা কখনই দুর্নীতিবাজদের প্রশ্রয় দেইনি, দেবোও না।’
আলোচনা সভায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘জাতি হিসেবে আমাদের যা কিছু অর্জন জাতির জনক বঙ্গবন্ধুর মাধ্যমে আওয়ামী লীগের অর্জন। যার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে একটা মর্যাদাশীল দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি।’
‘ডিজিটাল রাষ্ট্র থেকে এবার আমরা সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের শপথ।’ বলেন ঢাদসিকের সাবেক মেয়র।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ালী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, ‘জিয়াউর রহমানরা ৭৫ সালে জাতীর জনককে ষড়যন্ত্র করে হত্যা করেছে। জাতির জনক হত্যায় এই অপশক্তি জড়িত ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে এই অপশক্তি বারবার রুখার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত কখনই দেশের উন্নয়নের পক্ষে ছিল না। তারা বারবারই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা কখনই দেশের উন্নয়ন সহ্য করতে পারে না।’
‘ঢাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় প্রস্তুত বিএনপি জামায়াত অপশক্তিকে রুখতে। কোনোভাবেই তাদের দেশ ধ্বংসের সুযোগ দেওয়া হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ
আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠনবিস্তারিত পড়ুন
বাধ্যতামূলক অবসরে আনসারের উপ-মহাপরিচালক জিয়াউল
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুলবিস্তারিত পড়ুন