‘আগামী দুই-তিন বছর হবে বাংলাদেশের স্বর্ণযুগ’
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, আগামী দুই-তিন বছর বাংলাদেশ স্বর্ণযুগ পার করবে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ কথা বলেন হাথুরুসিংহে।
তার ভাষ্য, ‘আমি মনে করি আগামী দুই-তিন বছর হবে বাংলাদেশের স্বর্ণযুগ। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদ (মাহমুদউল্লাহ) এখন সেরা সময় পার করছে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের কাজই এখন অভিজ্ঞতা দিয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করা। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় বিষয়। একই সঙ্গে তাদের জন্য চ্যালেঞ্জিং। বাংলাদেশ আগামী দুই বছর দেশের বাইরে বেশি ক্রিকেট খেলবে। এটাও তাদের জন্য চ্যালেঞ্জিং। গত দুই বছর আমরা দেশের মাটিতে অনেক সিরিজ খেলেছি। এটাই দেখার বিষয় দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট কতুটুক উন্নতি করেছে।’
দুই বছর বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টির থেকে টেস্ট কম খেলবে। বাংলাদেশের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। আগামী বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হতেও পারে, নাও হতে পারে। সব মিলিয়ে লংগার ভার্সনের অভাব অনুভব করবে বাংলাদেশ। একই সঙ্গে দেশের বাইরে টেস্ট না খেলার অনভিজ্ঞতা তো রয়েছেই।
দেশের বাইরে টেস্ট খেলা বাংলাদেশর জন্য কতটুকু চ্যালেঞ্জিং? জবাব দিলেন হাথুরুসিংহে, ‘আমাদের মূল চ্যালেঞ্জ কন্ডিশন নিয়ে। আমরা অনেক দিন ধরে বাইরে খেলছি না। এটাই মূল চ্যালেঞ্জ। ম্যাচ জিতলে হলে আমাদেরকে ভালো বোলিং করতেই হবে। টেস্টে ২০ উইকেট নেওয়া ছাড়া ম্যাচ জেতা সম্ভব না। আশা করছি আমরা বড় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাব।’
হাথুরুসিংহের অধীনে বাংলাদেশের পারফরম্যান্সের সূচক উর্ধ্বমুখী। তবুও বিশেষ কিছু জায়গায় উন্নতি করতে চান লঙ্কান এই কোচ। তিনি বলেন, ‘আগামী দুই তিন বছর আমাদের পারফরম্যান্সকে এভাবেই এগিয়ে নিতে হবে। যারাই আমাদের বিপক্ষে খেলুক, আমাদেরকে টেস্টে ২০ উইকেট নিতেই হবে। আমরা সঠিক পথেই আছি। আমরা বেশ ভালো বোলিং বিভাগ সাজাচ্ছি। তরুণ বোলারদের পেয়েছি যারা প্রতিভাবান। একই সময়ে সিনিয়ররাও বেশ ভালো করছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন