আগামী ২৬ মার্চ থেকে স্মার্টকার্ড পাবে নাগরিকরা
নির্দিষ্ট সময়ে নাগরিকদের হাতে স্মার্টকার্ড তুলে দিতে না পারলেও ২০১৬ সালের ২৬ মার্চ থেকে প্রথমিক ভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকদের স্মার্টকার্ড দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার শেরবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সাথে ইসির আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভায ইসির চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, প্রথমে ঢাকা উত্তর সিটির পর ঢাকা দক্ষিণ সিটিতে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এরপর জাতীয় সংসদের সংসদীয় আসন ঠাকুরগাঁও ১ আসন থেকে ৩০০ পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
ইসির উপ সচিব মোঃ বদুল অদুদ জানান, প্রথম ধাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ৩৬ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলরদের নিয়ে সভা হয়েচ্ছে। পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের নিয়ে আলোচনা হবে।
আজকের আলোচনা সভায, স্মার্টকার্ড বিতরণ ছাড়াও ভোটার তালিকা হালনাগাদ কার্যলক্রমে মৃত ভোটারের নাম কর্তন, মৃত্যু রেজিস্টার হালনাগাদ করা, শশ্মান ও গোরস্থানের মৃতদের তালিকা সংগ্রহ করার বিষয়ে জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন