আজব ঘটনাঃ ‘ছাড়পোকা’র বিরুদ্ধে আন্দোলন; জানেন কোথায়?
বান্দরবানের লামা উপজেলায় ২১ এপ্রিল থেকে লামা পৌরশহরে ১০-১২টি ‘ছাড়পোকা-ম্যাজিক’ গাড়ি পরিবহনে যুক্ত হয়। কর্তৃপক্ষকে না জানিয়ে চকরিয়াকেন্দ্রিক জিপ মালিক সমিতি চার চাকার এসব গাড়ি চালু করায় স্থানীয় সিএনজি, মাহিন্দ্রা, টমটম ও অটো রিক্সার চাহিদা শুন্যের কোটায় নেমে আসে। ফলে এর সাথে জড়িত প্রান্তিক পর্যায়ের মালিকসহ প্রায় ১২০০ শ্রমিক বেকার হয়ে পড়ে। পরে আন্দোলনে নামে সিএনজি, মাহিন্দ্রা, টমটম ও অটোরিক্সা চালকরা। এক পর্যায়ে ‘ছাড়পোকা’ নামক ম্যাজিক পরিবহনের বিরুদ্ধে আন্দোলন নিয়ন্ত্রণে আনলেন প্রশাসন।
শনিবার চালকরা আন্দোলনের ডাক দিয়ে রবিবার সকাল থেকে উপজেলা পরিষদের সামনে সড়কের দু’দ্বারে অটোরিক্সা, মাহিন্দ্রা, সিএনজি, টমটম দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে ম্যাজিক গাড়ি প্রত্যাহারের জন্য উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু’র কাছে লিখিতভাবে দাবি জানায়। অবশেষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তানুযায়ী, কর্তৃপক্ষের নির্দেশ ব্যতিত রেখে ম্যাজিক গাড়ি না চলার সিদ্ধান্ত হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি সমন্বয় করায়, চালকরা আন্দোলন প্রত্যাহার করে নেয় বলে জানান লামা সিএনজি, মাহিন্দ্রা, টমটম ও অটোরিক্সা চালক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হানিফ।
সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে হাইওয়ে তিন চাকার গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এর বিকল্প হিসেবে চার চাকার ‘ছাড়পোকা’ ম্যাজিক গাড়ি নামক ভারতের তৈরি এ পরিবহন মহাসড়কে যুক্ত হয়। অপরদিকে তিন চাকার গাড়িগুলো উপজেলা ও পৌরশহরে যাত্রী পরিবহনে নিয়োজিত হয়ে স্থানীয় প্রান্তিক পর্যায়ে কর্মসহায়ক হয়। এদিকে অতি লাভের আশায় জীফ মালিক সমিতির পক্ষ থেকে চার চাকার ‘ছাড়পোকা’ গাড়ি লামা পৌরশহরে যাত্রী পরিবহন শুরু করায়, এক চরম হতাশায় পড়ে তিন চাকা গাড়ির মালিক-শ্রমিকরা। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সাময়িক নিষ্পত্তি হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন