আজ গ্যালারিতে থাকবেন আনুশকা, মাঠে বিরাট

২২ গজে লড়বেন বিরাট, গেইল বাহিনীর বিরুদ্ধে। আর আনুশকা ফের ফিরবেন গ্যালারিতে একটা সময়ের অতি কাছের মানুষটার লড়াইয়ের টানে। ক্রিকেট বলেই হয়তো এটা সম্ভব। ক্রিকেটই মিলিয়েছিল বিরাট-আনুশকাকে। আবার সেই ক্রিকেটই দূরে ঠেলে দিয়েছিল দুজনকে।
বিচ্ছেদে একে অপরের প্রতি রাগ-দ্বেষ আছড়ে পড়েছে। কিন্তু, মেকি বিদ্বেষ দিয়ে আত্মিক টান চাপা থাকবে কতদিন! এ তো ছাই চাপা আগুন! সেই আগুন যে তুষের মতো তাঁর হৃদয়ে জ্বলছে, তা সেদিন টুইটারে অনুশকার হয়ে প্রতিবাদে সরব হয়ে বুঝিয়ে দিয়েছেন বিরাট।
গ্যালারিতে অনুশকা। মাঠে বিরাট। একজন হাততালি দিচ্ছেন ভিআইপি বক্স থেকে। আর বিরাট গ্যালারির দিকে তাকিয়ে ছুড়লেন চুমু। মুহূর্তে গর্জে উঠল ওয়াংখেদে। চারিদিকে বিরাট-আনুশকা ধ্বনি। টেলিভিশন ক্যামেরার লেন্সে বন্দি দুই তারকা। এভাবেও ফিরে আসা যায়।
আচমকাই ভিড়ের মধ্যে থেকে একটা তীব্র গলায় চিৎকার। ‘ভাইয়া থোড়াসা আগে চলিয়ে’। চটকা ভাঙল কলকাতা থেকে ওয়াংখেদের টিকিট লাইনে দাঁড়ানো ক্রিকেটপ্রেমীর। আজ সত্যি কি এই চিত্রনাট্য রচিত করতে চলেছে ওয়াংখেদে? গ্যালারিতে আনুশকা। মাঠে বিরাট। ধোনি বলছেন, আজ জয়ের জন্য ফের চাই ‘বিরাট কৃতিত্ব’।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন