আজ নারী ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে
আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের এগারতম আসরের পর্দা উঠছে আজ। এ নিয়ে তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি হবে ডার্বিতে। এছাড়া ব্রিস্টলে শ্রীলঙ্কা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বেলা সাড়ে তিনটায়।
এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার নারীরা শিরোপা যুদ্ধে মাঠে নামবে। র্যাঙ্কিংয়ের নয় ও দশ নম্বরে রয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। কিন্তু বাছাই পর্ব পেরোতে না পারায় বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে টাইগ্রেস ও আইরিশরা।
এবারের টুর্নামেন্ট লিগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল লিগ পর্বে সাতটি করে ম্যাচ খেলবে। সেরা চার দল খেলবে সেমিফাইনাল। এরপর শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ম্যাচ। শিরোপার মীমাংসা হবে ২৩ জুলাই, লর্ডসে।
নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি রেকর্ড ছয়বার শিরোপার স্বাদ পেয়েছে। এবারও ইংল্যান্ডের মাটি থেকে শিরোপা জিততে আত্মবিশ্বাসী অধিনায়ক ম্যাগ ল্যানিং। শিরোপা প্রত্যাশা করছে স্বাগতিক ইংল্যান্ডও। র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি ঘরের মাঠের সুবিধা সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায়। ১৯৭৩ সাল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এরপর আরও দুবার শিরোপা জয় করে তারা।
একবার শিরোপা জিতেছে নিউজিল্যান্ডের নারীরা, ২০০০ সালে। ঘরের মাঠে সেবার বিশ্বকাপ আয়োজন করে শিরোপা জিতেছিল কিউই নারীরা। এছাড়া বিশ্বকাপে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পাওয়া হয়নি ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা নারী দলের। ইংল্যান্ডের মাটিতে তাদের শিরোপা স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই দেখার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন