আজ নেইমার খেলবেন তো?

তাকে ছাড়া অলিম্পিকে সোনা জেতা যে অসম্ভব এটা ব্রাজিলের আবালবৃদ্ধবনিতা জানেন। গতকাল ম্যাচপূর্ব অনুশীলনে নেইমারকে দেখে থাকলে ব্রাজিলবাসীর বুক কেঁপে ওঠার কথা। কেউ কেউ অনুশীলন দেখতে এসে শঙ্কা নিয়ে ঘরে ফিরেছেন- দুই বছর আগের মতো ইনজুরিতে পড়লেন কি?
বুধবার প্র্যাকটিসে হঠাৎ-ই দেখা যায়, ডান পায়ের বুট খুলে দুই হাতে মুখ ঢেকে শুয়ে আছেন সেলেকাওদের ‘পোস্টারবয়’। মুহূর্তের মধ্যে টিম ফিজিওকে দেখা যায় নেইমারকে শুশ্রূষা করতে।
এই দৃশ্য দেখার পরেই গোটা ব্রাজিল জুড়ে শুরু হয়ে গেছে জল্পনা— নেইমারকে অলিম্পিক্সেও পাওয়া যাবে তো? চোট কি গুরুতর?
দুই বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপেও চোট পাওয়া নেইমারকে বেরিয়ে যেতে দেখেছে ব্রাজিল। এরপর সেমিফাইনালে জার্মানির কাছে সেই ১-৭ হার নেইমারহীন দলের। ফলে এ দিন নেইমারের মুখ ঢেকে প্র্যাকটিসে শুয়ে পড়ার পরে স্বভাবতই আশঙ্কা গ্রাস করেছিল গোটা ব্রাজিলকে। অবশ্য প্র্যাকটিস শেষ হওয়ার পর টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ব্রাজিল অধিনায়কের কোনও চোট লাগেনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিমে নেইমার রয়েছেন প্রবল ভাবেই। অলিম্পিকসে সোনার অভিযানে নামার আগে বরং খোশ মেজাজেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
বার্সেলোনা তারকা স্ট্রাইকারের সঙ্গে ম্যানচেস্টার সিটির নবাগত উইঙ্গার গ্যাব্রিয়েল জেসাসকে রেখেই আক্রমণ ভাগ সাজাচ্ছেন ব্রাজিল কোচ রোজেরিও মিকেল।
এ দিন কোচ মিকেলকে দেখা যায় শুরু থেকেই দুজনকে আক্রমণে রেখে শেষ প্রস্তুতিতে কম্বিনেশন ঠিক করার দিকে বিশেষ নজর দিচ্ছেন। ব্রাজিলের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ছাড়াও ডেনমার্ক ও ইরাক রয়েছে।
অলিম্পিকসের ইতিহাসে আজ পর্যন্ত সোনা জেতেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ বার দেশের মাটিতে সেই সুযোগ এসেছে চার বছর আগের লন্ডন গেমসের ফাইনালিস্ট ব্রাজিলের সামনে।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন