আতঙ্কে বিদেশিরা

বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনায় সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন বিদেশি নাগরিকরা। কারণ জঙ্গিদের অন্যতম টার্গেটে রয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় নানা হত্যাকা- শেষে সর্বশেষ গুলশান-২ নম্বরে হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার ঘটনা ভয়ার্ত করে তুলেছে বিদেশিদের। আর বিদেশিদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে বেশ কিছুদিন থেকেই সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে আসছে বিভিন্ন দেশ। এ মাত্রা সম্প্রতি বাড়ছে।
জানা গেছে, গত পহেলা জুলাই হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার ঘটনায় বাংলাদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার দূতাবাস দেশগুলোর নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে। সেসব সতর্কবার্তায় বলা হয়- বাংলাদেশে অবস্থানরত (সংশ্লিষ্ট দেশ) নাগরিকদের সতর্কতা গ্রহণের পাশাপাশি স্থানীয় সংবাদ মনিটরিং ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হলো।
এ তিনটি দেশ ছাড়াও পরে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ অনেক দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়। গত বৃহস্পতিবার জারি করা সিঙ্গাপুর দূতাবাসের ওই সতর্কবার্তায় বলা হয়, সিঙ্গাপুরের নাগরিকদের সব জায়গায় সতর্ক থাকা উচিত। বিশেষ করে তাদেরকে জনসমাগম, ভিড় এবং বিদেশিদের সমাগম হয় এমন এলাকা এড়িয়ে চলা উচিত।
জানা গেছে, হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার ঘটনা সম্পর্কে অবহিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদের ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর দেশগুলো।
সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশের টনক নড়ানোর জন্য জঙ্গিদের অন্যতম হামলার টার্গেটে পরিণত হয়েছে বিদেশিরা। গত বছর থেকেই এ ধারা শুরু হয়। শুধু রাজধানী নয় দেশের জেলা শহরগুলোতেও বিদেশিদের ওপর হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানি নাগরিক হোসি কুনিও। এর আগে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় খুন হওয়া বিশ্বজিৎও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন