আতিয়া মহলের ২ মামলায় পিবিআই’র তদন্ত শুরু
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে বিস্ফোরক উদ্ধার ও অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার সকালে পিবিআইয়ের তদন্ত দল আতিয়া মহল পরিদর্শনে যান। এসময় তারা জঙ্গি আস্তানা ও আশপাশের কক্ষগুলো পরিদর্শন করেন।
এর আগে মামলা দু’টি তদন্ত করেছে মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশ।
গত ৯ মে পুলিশ সদর দফতরের নির্দেশে মামলা দুটি পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়। ১৩ মে মামলার আলামত ও ডকেট গ্রহণ করে কাজ শুরু করে পিবিআই। দ্রুত মামলা তদন্ত করে অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক।
এছাড়া দেশে জঙ্গিবাদের মুলুৎপাটন করতেই এ তদন্ত কাজ এগিয়ে নেয়া হবে বলে জানান তিনি।
গত ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টুয়াইলাইট’ পরিচালনা করে।
২৫ মার্চ সন্ধ্যায় ভবন সংলগ্ন পাঠানপাড়া দাখিল মাদ্রাসার পশ্চিমে পর পর দু’দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ সাত জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো অন্তত অর্ধশত।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন