আধুনিকায়নের বিকল্প নেই দেশকে এগিয়ে নিতে কৃষি : সৈয়দ আশরাফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে কৃষি প্রযুক্তির বিকাশ তথা কৃষির আধুনিকায়নের কোনো বিকল্প নেই।’
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৫ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া এবং লিমাবা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং কৃষিবিদ আবদুল মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। তাই কৃষি উৎপাদন বৃদ্ধি তথা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং আত্মনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে হবে।’
মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, চীন, জার্মানি, কোরিয়া, তুরস্ক, স্পেন, জাপান, তাইওয়ান, ইতালী, কানাডাসহ ১৪টি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় মোট স্টলের সংখ্যা ১৫৩টি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন