বিদ্যুৎ পেলো বিলুপ্ত ছিটমহলবাসী
‘৬৮ বছরের বঞ্চনা, কষ্ট আর থাকবে না’
৬৮ বছর অন্ধকারে থাকা সদ্য বিলুপ্ত ছিটমহলের মানুষগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হলেন আজ বৃহস্পতিবার।
এদিন সকাল ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে বিদ্যুতের আলো ছড়িয়ে দেন।
পরে দাসিয়ারছড়ায় এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনা, কষ্ট আর থাকবে না।’
দাসিয়ারছড়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এ দেশেরই নাগরিক। আপনারা আমাদেরই একজন। আপনাদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি।’
‘৬৮ বছরে অন্ধকারে থাকা আপনাদের মাঝে বিদ্যুতের আলো ছড়িয়ে দেওয়া হবে। স্বাস্থ্যসেবা দেওয়া হবে,’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এইদিন খুব বেশি দূরে নয়, যেদিন প্রতিটি ঘরে বিদ্যুতের আলো দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আপনাদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।’
সুধী সমাবেশের আগে সকাল ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম, নীলফামারি ও পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার (ফুলবাড়ি, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় ও ডিমলা) ২৫৬১টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এরপর পাঁচটি পরিবারের মাঝে সোলার হোপ সিস্টেম বিতরণ করা হয়।
দাসিয়ারছড়া থেকে কুড়িগ্রামে ফিরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে দুপুর আড়াইটায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সেখানেই ঘোষণা করবেন ইন্দিরা-মুজিব দাসিয়ারছড়া ইউনিয়ন পরিষদের। ছিটবাসীদের চাওয়া-পাওয়া নিয়ে খোলামেলা মতবিনিময়ও করবেন শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন