বিদ্যুৎ পেলো বিলুপ্ত ছিটমহলবাসী
‘৬৮ বছরের বঞ্চনা, কষ্ট আর থাকবে না’
৬৮ বছর অন্ধকারে থাকা সদ্য বিলুপ্ত ছিটমহলের মানুষগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হলেন আজ বৃহস্পতিবার।
এদিন সকাল ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে বিদ্যুতের আলো ছড়িয়ে দেন।
পরে দাসিয়ারছড়ায় এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনা, কষ্ট আর থাকবে না।’
দাসিয়ারছড়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এ দেশেরই নাগরিক। আপনারা আমাদেরই একজন। আপনাদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি।’
‘৬৮ বছরে অন্ধকারে থাকা আপনাদের মাঝে বিদ্যুতের আলো ছড়িয়ে দেওয়া হবে। স্বাস্থ্যসেবা দেওয়া হবে,’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এইদিন খুব বেশি দূরে নয়, যেদিন প্রতিটি ঘরে বিদ্যুতের আলো দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আপনাদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।’
সুধী সমাবেশের আগে সকাল ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম, নীলফামারি ও পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার (ফুলবাড়ি, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় ও ডিমলা) ২৫৬১টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এরপর পাঁচটি পরিবারের মাঝে সোলার হোপ সিস্টেম বিতরণ করা হয়।
দাসিয়ারছড়া থেকে কুড়িগ্রামে ফিরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে দুপুর আড়াইটায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সেখানেই ঘোষণা করবেন ইন্দিরা-মুজিব দাসিয়ারছড়া ইউনিয়ন পরিষদের। ছিটবাসীদের চাওয়া-পাওয়া নিয়ে খোলামেলা মতবিনিময়ও করবেন শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন