আবারও ফিরছেন কারিশমা কাপুর
আবারও নতুন করে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বলিউডের এক সময়কার নাম্বার ওয়ার নায়িকা কারশিমা কাপুর। তবে দীর্ঘদিন ধরে তিনি বড়-ছোট কোন পর্দাতেই ছিলেন না। এবার সিদ্ধান্ত নিয়েছেন নতুন করে আবারও শুরু করবেন। এদেকে পর্দাতে না থাকলেও তিনি গতবছর জুড়ে কিন্তু ছিলেন বেশ আলোচনায়। আর সে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার বিষয়টি।
জানা গেছে, কারিশমা কাপুরের দুই সন্তান থাকলেও সঞ্জয়ের সঙ্গে এখন আর থাকছেন না তিনি। বরং, তাকে ডিভোর্স দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন এই অভিনেত্রী।
ছবিতে ও বিজ্ঞাপনে এখন থেকে নিয়মিত কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন কারিশমা কাপুর। এরই ধারাবাহিকতায় একটি বড় বাজেটের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। ওয়াটার পিউরাফাইড ব্র্যান্ড ব্লু মাউন্টের শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। এরই মধ্যে এর বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন তিনি।
কারশিমা জানিয়েছেন, আবারও কাজ শুরু করলাম। অনেক ছবি ও বিজ্ঞাপনের প্রস্তাব এতদিন ছিল। কিন্তু সংসারের খাতিরে তা করিনি। তবে এবার ব্লু মাউন্টের প্রস্তাবনাটা বেশি ভালো লেগে গেলো। তাই এর শুভেচ্ছা দূত হয়েছি। তাছাড়া কয়েকটি ছবির স্ক্রিপ্টও হাতে আছে আমার। ব্যাটে বলে মিলে গেলে ছবিতেও নিয়মিত কাজ করবো আমি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন