শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আবারও বিতর্কে বাজরাঙ্গি ভাইজান

বলিউডের কোনো বিষয়েই দর্শকদের খুব একটা আগ্রহ দেখা যায় না, যদি খানদের উপস্থিতি না থাকে। এ কথা বললেও ভুল বলা হবে না যে, বলিউড জগতের সব আলোচনার কেন্দ্রে ঘুরেফিরে তারাই। আর তাদের ঘিরে দর্শকদের আগ্রহেরও কমতি নেই। তিন খানের মধ্যে সংসার আর সন্তান নিয়ে শাহরুখ খানকে সবচেয়ে সুখীই বলা চলে। সংসার জীবনে সবচেয়ে অসুখী হিসেবেই বিবেচনা করা হয় আমির খানকে। অনেকের মতে, তিনি মোটেও সুখী নন।

সাংসারিক এসব আলোচনার একেবারেই বাইরে সালমান খান। কারণ পঞ্চাশ ছুঁই ছুঁই এই তারকা এখনো ব্যাচেলর। তবে এই ব্যাচেলর বারবারই কোনো না কোনো আলোচনার জন্ম দিয়েছেন। রুমানিয়ান টিভি তারকা লুলিয়া ভানটুর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে এমন একটি খবর ইতিমধ্যে বিশ্ব বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি করছে। এই ব্যাচেলর নাকি শিগগিরই ঘর বাঁধতে যাচ্ছেন লুলিয়া ভানটুর সঙ্গে। সাবেক বিশ্বসুন্দরী বচ্চন বধূ ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের মাধ্যমেই সেই গুঞ্জনের সূত্রপাত হয়। একসময় ভাবাই হয়েছিল সালমানই বিয়ে করছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে। নানা সময়ে তাদের অন্তরঙ্গ অবস্থায়ও দেখেছে অনেকে। তবে সেই সম্পর্ক টেকেনি। সাবেক এই বিশ্বসুন্দরী হঠাৎই বিয়ে করলেন বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে। বচ্চন বধূ রাতারাতি নিজের নামের পাশের পদবীও পাল্টে ঐশ্বরিয়া রায় বচ্চন বনে গেলেন। সাবেক এই বিশ্বসুন্দরীকে ভুলতে না ভুলতেই সালমান খানকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয় বলিউড পাড়ায়। তিনি নাকি বলিউডের তৎকালীন নবাগত ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন। শুধু গুঞ্জনই নয়, তার প্রমাণও মেলে হাতে হাতে। দাবাং খান সত্যি সত্যি প্রেম করেছেন ক্যাটের সঙ্গে। আর ক্যাটের বলিউডে পদচারণা অনেকটাই সহজ করে দিয়েছেন তিনি। ভালোভাবে হিন্দি বলতে না পারা ক্যাটরিনা কাইফের বলিউডে জায়গা পাওয়া নিয়েও সমালোচনা হয়েছে তখন। কিন্তু সে যাত্রায় সালমান খানের সহযোগিতায় সব বাধাই উৎরে যান ক্যাট। বলিউডের সব সমালোচনা উপেক্ষা করেই সম্পর্ক টিকিয়ে রেখেছেন সালমান খান।

তবে সেবার আরেক ধাক্কা। হঠাৎই শোনা গেল ক্যাটরিনা প্রেম করছেন বলিউডের আরেক সুপারস্টার রণবীর কাপুরের সঙ্গে। এ খবর বাইরে ছড়িয়ে পড়তে না পড়তেই রণবীরের বাবা-মাকে ডেকে শক্ত করে শাসিয়েছেন সালমান খান। তবে কিছুদিনের মধ্যে এ খবরেরও সত্যতা মিলল। আর তা হলো বলিউডের এই গ্ল্যামার গার্লের সঙ্গে আংটি বদল হয়েছে রণবীর কাপুরের। তাহলে কি আবারও কপাল পুড়ল সালমান খানের। সত্যি সত্যি এবারও খানের কপাল পুড়ল। বলিউডে কোনো মেয়েই এই খানকে পছন্দ করছেন না? নাকি কোনো বদঅভ্যাসের জন্য বাজরাঙ্গি ভাইজানকে ছেড়ে চলে যান সবাই? তা না হলে ঐশ্বরিয়া বা ক্যাটরিনা কাইফের মতো তারকারা কেন তাকে ছেড়ে যাবেন। এমন প্রশ্ন গত কয়েক বছর বিনোদন প্রেমী দর্শকদের ঘুরপাক খাচ্ছে।

তবে গত কিছুদিন ধরে খানকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। রুমানিয়ান টিভি তারকা লুলিয়ার সঙ্গে নাকি সালমান খানের বাগদান সম্পন্ন হয়েছে। আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। আর এই খবরের সত্যতা মিলেছে স্বয়ং লুলিয়ার অ্যাসিসটেন্টের কাছ থেকে। কিন্তু সালমান খান এই খবরকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন। সালমানের বোন অর্পিতা খান টুইট করেন, এটা স্রেফ গসিপ। অর্পিতা টুইটারে আরও লিখেন সালমান আর লুলিয়াকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে তা মোটেও সত্য নয়। সালমানের বাবা সেলিম খান সংবাদমাধ্যমকে জানান এমন কিছুই হয়নি। কাজের জন্য হাজারও লোকের সঙ্গে মিশতে হয় সালমানকে। আর সেলিম বলেন, লুলিয়া সালমানের ভালো বন্ধু এর বেশি কিছুই নয়। কিন্তু সালমান স্বীকার না করলেও বিভিন্ন মাধ্যমে সালমান-লুলিয়ার সম্পর্কের সত্যতাও মিলছে। তা হলে কি বলিউড ছেড়ে সালমান রুমানিয়ান তারকাকেই বিয়ে করছেন? নাকি এটাও সাল্লু মিঞার বিরহের নতুন অধ্যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন

বলিউড অভিনেতা অজয় ​​দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন

  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন
  • সংগীত শিল্পী খালিদ আর নেই