আমন্ত্রণ পাননি ক্যাটরিনা, রণবীরের পার্টিতে !
বেশ কয়েকদিন থেকেই বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ি নিয়ে চলছে আলোচনা। এদিকে যত দিন যাচ্ছে বেড়িয়ে আসছে তাদের নিয়ে নতুন নতুন তথ্য। শোনা যাচ্ছে, ছাড়াছাড়ি হওয়ার পর নিজের নতুন বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন রণবীর। কিন্তু সেই পার্টিতে আমন্ত্রণ পাননি ক্যাটরিনা কাইফ।
এ সম্পর্কে একটি সূত্র জানিয়েছেন, গত সপ্তাহে নতুন বাড়িতে একটি ছোট পার্টির আয়োজন করেছিলেন রণবীর কাপুর। সেখানে উপস্থিত ছিলেন তার বলিউডের কিছু বন্ধু। তবে ছিলেন না ক্যাটরিনা।
২০১৪ সালের অক্টোবর থেকে মুম্বাইয়ের কার্টার রোর্ডের একটি বাড়িতে একসঙ্গে থাকতেন রণবীর এবং ক্যাটরিনা। কিন্তু গত সপ্তাহে হঠাৎ ছাড়াছাড়ি হওয়ার পর ক্যাটরিনা সে বাড়িতে থাকলেও রণবীর কাপুর তল্পিতল্পা গুটিয়ে গেছেন বাবা-মায়ের কাছে। রণবীর এখন হিল রোডের উইলসন অ্যাপার্টমেন্টে বাবা-মায়ের সঙ্গেই থাকছেন। সেখানেই নতুন বাড়িতে ওঠা উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন রণবীর।
অন্যদিকে ক্যাটরিনা এখন ব্যস্ত ফিতুর সিনেমার প্রচারণা নিয়ে। পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছেন তিনি। তবে, জানা গেছে, শুটিং সেটে পরসম্পরকে এড়িয়ে চলছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন