‘আমরা যা পরিকল্পনা করেছি সেটা বাস্তবায়ন করতে পারিনি’
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ‘পরীক্ষা-নিরীক্ষার’ সিরিজে এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক ঘটলো চার ক্রিকেটারের। তাই অভিষিক্ত আবু হায়দার রনি, মুক্তার আলি, মোহাম্মদ শহীদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের মতো তরুণ ক্রিকেটারদের হাতে অনেকটাই নির্ভরশীল ছিলো বুধবারের ম্যাচ। কিন্তু এই ম্যাচে ৩১ রানে হেরেছে বাংলাদেশ।
পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারেননি বলেই ম্যাচের এই ফলাফল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, সব খেলোয়াড়কে নিয়েই সুনির্দিষ্ট পরিকল্পনা করে দেওয়া হয়েছিলো। কিন্তু কেউই তার বস্তবায়ন ঘটাতে পারেনি।
বললেন, ‘অধিনায়ক হিসেবে আমার সব সময় গুরুত্ব থাকে ম্যাচ জয়ের ব্যাপারে। টিমের পক্ষ থেকে বলতে পারি আমরা অবশ্যেই ম্যাচ হারতে চাইনি। যেই খেলুক, তাদের সবার সুর্নিদিষ্ট করে পরিকল্পনা দেওয়া ছিল। হয়তো কেউই আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।’
একদিনেই দলে পাঁচ পরিবর্তন। তার মধ্যে চারজনেরই অভিষেক। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কি একটু বেশি হয়ে যাচ্ছে নাকি এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বললেন, ‘এটাতো প্রথম থেকেই বলা ছিল। আদের দুইজন খেলোয়াড় ইনজুরিতে আর আল আমিন বিশ্রামে ছিল। সেক্ষেত্রে তিনজন পরিবর্তন হবেই। সেই সঙ্গে আরও দুইজন পরিবর্তন হয়েছে। এটা প্রথম থেকেই পরিষ্কার করা ছিলো ম্যাচটিতে যেহেতু নতুন মুখ খেলছে এটা কঠিন হতে পারে। তার সঙ্গে প্রথমে বৃষ্টি হওয়াত আমাদের জন্য অসুবিধা হয়েছে এবং পরে বৃষ্টি না হওয়াতে ব্যাটিং আরও অসুবিধা হয়েছে। আমাদের বোলিংয়ের সময় যতটুকু কষ্ট হয়েছে, আউট ফিল্ড শুকিয়ে যাওয়ার কারনে ওরা গ্রিপ ধরতে পেরেছে। তাতে করে আমাদের ব্যাটসম্যানদের অসুবিধো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন খেলোয়াড় নামলে এই ম্যাচটি কঠিন হতে পারে। তারপরও সবাইকে বোঝানো হয়েছে সবাই সবার ক্ষমতা সম্পর্কে জানতো। তাদেরকে সেভাবে অনুশীলন করানো হয়েছে। আমরা যা পরিকল্পনা করেছি সেটা বাস্তবায়ন করতে পারিনি।’
তবে মাশরাফি মনে করেন জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করে জেতা অবশ্যই সম্ভব ছিলো। বললেন, ‘ উইকেট যেমন ছিল তাতে করে অবশ্যই চেজ করা সম্ভব ছিলো। হয়তোবা ১০-১৫ রান বেশি হয়েছে। ড্রেসিংরুমে ঢোকার পর মনে হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন