‘আমরা শিল্পী,আমরা শান্তি আর ভালবাসার বার্তাই দিতে চাই’

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ভারত ছাড়া নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলীর অনুষ্ঠান বাতিল করা হলো।
৩০ সেপ্টেম্বর (শুক্রবার) এই কনসার্ট ছিল বেঙ্গালুরুতে। অনুষ্ঠানের আয়োজক সংস্থা একটি রেডিও চ্যানেল।
ওই সংস্থার তরফে জানানো হয়েছে, উরি হামলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই।
চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্য, ৩০ তারিখের অনুষ্ঠান তারা ২০ তারিখ বাতিলের সিদ্ধান্ত নেন। তার পরেই এমএনএস, বজরঙ্গ দলের মতো রাজনৈতিক দলগুলো পাক শিল্পীদের বয়কটের ডাক দিয়েছে।
এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খানও। তিনি জানিয়েছেন, আদৌ পাকিস্তানের শিল্পীরা এ দেশে কাজ করবেন কি-না, তা সরকারেরই ঠিক করে দেওয়া উচিত।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাইফকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। অভিনেতা বলেন, ‘আমরা শিল্পী। আমরা শান্তি আর ভালবাসার বার্তাই দিতে চাই। কিন্তু দু’দেশের এই জটিল পরিস্থিতিতে ও দেশের শিল্পীরা এ দেশে কাজ করবেন কি-না, তা সরকারেরই নির্ধারণ করা উচিত।’ সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন