‘আমার কাছে আকর্ষণীয় প্রস্তাব আসেনি’

হলিউডের চলচ্চিত্রে কাজ করছেন বলিউডের প্রথম সারির দুই নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোণ। এবার সেখানে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন আলিয়া ভাট।
পিটিআইকে দেয়া এক সাক্ষাত্কারে আলিয়া বলেছেন, আমার কাছে এখনো তেমন আকর্ষণীয় প্রস্তাব আসেনি। পশ্চিমা চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আমার আছে। বর্তমানে বলিউডে আমার নিজের কাজের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি। নিজের জন্য স্বতন্ত্র জায়গা তৈরি করতে চাই। এরপর সামনে যাওয়ার চিন্তা করব।
তিনি বলেছেন, আমি আত্মবিশ্বাসী, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস নেই আমার। এক-আধটু নার্ভাসনেস আর অনিশ্চয়তা থাকা ভালো। আর এটা দীর্ঘ পথ পাড়ি দিতে সহায়ক।
কাজের সুবাদে জনপ্রিয়তা পেলেও পরিবারে নিজেকে সাধারণই ভাবেন আলিয়া। তিনি বলেছেন, বিখ্যাত হলে মানুষ অটোগ্রাফ নেয়, সেলফি তোলে, কিন্তু পরিবারে কেউ তারকা নন। আশপাশের মানুষ যদি আমাদেরকে সেরা বলতে থাকে তাহলে মাথা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু পরিবার ও বন্ধুদের যদি কোনো কাজ খারাপ লাগে তাহলে তারা বলে দেয়। চারপাশ থেকে নিরপেক্ষ অভিমত পাওয়া এখানে জরুরি।
করণ জোহনের প্রোডাকশন হাউজ থেবে নির্মিত ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে দেখা যাবে আলিয়াকে। এছাড়াও শাহরুখের সঙ্গে গৌরি সিন্দের পরবর্তী ছবিতে দেখা যাবে তাকে। শহিদ কাপুর ও কারিনা কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিতেও থাকবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন