‘আমার তো বড় কোন ত্রুটি নেই, তাই খেলছি’
একদিকে অ্যাকশন শোধরানোর কাজ, অন্যদিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ। জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদের জন্য ব্যাপারটা বেশ কঠিন। অনেকে বলছেন, লিগের খেলার কারণেই অ্যাকশন শোধরাতে দেরি হচ্ছে। তাসকিনের দাবী, সমস্যাটা বড় নয় বলেই নাকি খেলছেন।
বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে থাকা বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি অ্যাকশন নিয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ম্যাচেই নামেননি। তাই সংশ্লিষ্টদের অনেকেই তাসকিনের মাঠে নামার বিপক্ষে।
এ প্রসঙ্গে তাসকিন দেশের শীর্ষস্থানীয় বলেছেন, ‘এটা যারা বলছেন, আমার ভালো চেয়েই বলছেন। আসলে একটা বিষয়ে ভিন্ন ভিন্ন মত তো থাকতেই পারে। এটা সত্যি যে, লিগ খেলায় অ্যাকশন শোধরানোর কাজটা একটু ধীরগতির হচ্ছে। একটা চিন্তা ছিল যে, আমার তো বড় কোন ত্রুটি নেই। তাই ওটা নিয়েই খেলা সম্ভব। তবে একটা ভালো দিকও আছে। নেটে যেটুকু কারেকশন করছি, সেটুকু মাঠে করে দেখতে পারছি যে, ঠিক কতটা উন্নতি হল। আমার প্রতিটা বলই তো ভিডিও হচ্ছে।’
আবাহনী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা তাসকিন চলতি আসরে এখন পর্যন্ত সবকটি ম্যাচেই বল হাতে নিয়েছেন। সর্বশেষ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তার বলেই জয় নিশ্চিত করে আবাহনী। ৯ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন, রান দিয়েছেন ৩২। ম্যাচ সেরার পুরস্কারটাও তার।
আর ৮ ম্যাচে তার উইকেট দাঁড়িয়েছে ১৩টি।
তারপরেও পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় তার বোলিং অ্যাকশন। তাসকিন অবশ্য পুরনো রূপে ফিরতে বদ্ধ পরিকর। অ্যাকশন ঠিক করে আবারো সেই তাসকিনকে দেখবে কিনা বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে বললেন, ‘আরো শক্ত হয়েও ফিরতে পারে। এই সময়ে অনেক বড় বড় খেলোয়াড়ের জীবন নিয়ে জানছি। প্রত্যেকে কঠিন সময়ের ভেতর দিয়ে গেছে। আরো শক্ত হয়ে ফিরেছে। আমার ক্ষেত্রেও সেটা হতে পারে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন