শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি তাকে জীবিত, অক্ষত ফেরত পেতে চাই: ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা

বাংলাদেশে অপহৃত লেখক-সাংবাদিক ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার বলেছেন, তিনি ক্রমশ: তার স্বামীর পরিস্থিতি নিয়ে শঙ্কিত হয় পড়ছেন।

বিবিসি বাংলা-কে দেয়া এক সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, তার স্বামীর জন্য দেশের সকলকে এগিয়ে আসা উচিত।

‘আমি তাকে জীবিত, অক্ষত ফেরত পেতে চাই, আমি এ বিষয়ে কোনো আপোষ করব না’, বলেন ফরিদা আক্তার।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ, সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবার কাছে আমার একটি আবেদন, আমি তাকে জীবিত এবং অক্ষত অবস্থায় ফেরত পেতে চাই।’

৩ জুলাই সোমবার ভোরে ঢাকার শ্যামলী এলাকায় নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয় লোকজন ফরহাদ মজহারকে নিয়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ তার বাসায় যায়, এবং খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান হয়েছে বলে জানা গেছে।

ফরিদা আক্তার বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার ভরসা আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মনে করেন এই অপহরণ সবার উদ্বেগের বিষয় হওয়া উচিত।

‘আমি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ দেখতে চাই’, বলেন তিনি।

ঢাকায় শ্যামলীর নিজের বাসা থেকে ভোর পাঁচটার দিকে একটা ফোন পেয়ে বের হয়ে যান বামপন্থী চিন্তাবিদ ফরহাদ মজহার, যিনি সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জোরালো লেখা-লেখি করেছেন ।

ফরিদা আক্তার বলেন, যে সকালের দিকে তার স্বামী তাকে ফোন করে জানান যে তাকে অপহরণ করা হয়েছে।

‘কতক্ষণ পরে একটি ফোন আসলো, তিনি বললেন, মনে হয় ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে,’ ফরিদা আক্তার বলেন।

তিনি বলেন, ‘তার গলাটা শুনে বোঝা যাচ্ছিল উনি ভীত অবস্থায় ছিলেন।’

কিছুক্ষণ পরে আবার ফোন করে ফরহাদ মজহার ফরিদা আক্তারকে বলেন যে অপহরণকারীরা টাকা চাইছে, টাকা দিলে ছাড়বে। ফরিদা আক্তার বলেন, ‘সকালের দ্বিতীয়বারের ফোনে বললেন, ১০টার মধ্যে ৩৫ লক্ষ টাকা দিতে হবে। তবে কখন কোথায় দিতে হবে, সেসব বলেন নাই।’

ফরিদা আক্তার বলেন, তিনি কোন গোষ্ঠীকে এই অপহরণের জন্য সন্দেহ করছেন না।

‘উনি লেখা-লেখি করেন, সবাই জানেন উনি কী ধরণের চিন্তা-ভাবনা করেন, কাজেই এখানে সন্দেহ করার মত কিছু নেই’, বলেন তিনি।

ফরিদা বলেন, তারা যখনই যা তথ্য পাচ্ছেন সেটা পুলিশকে দিচ্ছেন। পুলিশ তাদের মত করে কাজ করছে এবং তাদের ওপর আস্থা রয়েছে। কিন্তু তিনি চান যাতে দেশের সবাই এ বিষয়ে এগিয়ে আসে।

এর আগে, পুলিশ শ্যামলীর ওই বাসার সিসিটিভি ফুটেজ দেখে জানায়, তারা দেখেছেন ফরহাদ মজহার একা স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হয়ে যান।

তেজগাঁও জোনের উপ-কমিশনার বিপ্লব সরকার বলেন, ‘এরপর কী ঘটেছে সেটা তাদের কাছে এখনও রহস্য। এ রহস্য উদঘাটনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। তথ্যপ্রযুক্তির সহায়তাও নিচ্ছি। এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’

অপহরণ করা হয়েছে এমন তথ্য দিয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

সূত্র: বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে