শনিবার, জুলাই ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি তাকে জীবিত, অক্ষত ফেরত পেতে চাই: ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা

বাংলাদেশে অপহৃত লেখক-সাংবাদিক ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার বলেছেন, তিনি ক্রমশ: তার স্বামীর পরিস্থিতি নিয়ে শঙ্কিত হয় পড়ছেন।

বিবিসি বাংলা-কে দেয়া এক সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, তার স্বামীর জন্য দেশের সকলকে এগিয়ে আসা উচিত।

‘আমি তাকে জীবিত, অক্ষত ফেরত পেতে চাই, আমি এ বিষয়ে কোনো আপোষ করব না’, বলেন ফরিদা আক্তার।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ, সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবার কাছে আমার একটি আবেদন, আমি তাকে জীবিত এবং অক্ষত অবস্থায় ফেরত পেতে চাই।’

৩ জুলাই সোমবার ভোরে ঢাকার শ্যামলী এলাকায় নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয় লোকজন ফরহাদ মজহারকে নিয়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ তার বাসায় যায়, এবং খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান হয়েছে বলে জানা গেছে।

ফরিদা আক্তার বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার ভরসা আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মনে করেন এই অপহরণ সবার উদ্বেগের বিষয় হওয়া উচিত।

‘আমি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ দেখতে চাই’, বলেন তিনি।

ঢাকায় শ্যামলীর নিজের বাসা থেকে ভোর পাঁচটার দিকে একটা ফোন পেয়ে বের হয়ে যান বামপন্থী চিন্তাবিদ ফরহাদ মজহার, যিনি সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জোরালো লেখা-লেখি করেছেন ।

ফরিদা আক্তার বলেন, যে সকালের দিকে তার স্বামী তাকে ফোন করে জানান যে তাকে অপহরণ করা হয়েছে।

‘কতক্ষণ পরে একটি ফোন আসলো, তিনি বললেন, মনে হয় ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে,’ ফরিদা আক্তার বলেন।

তিনি বলেন, ‘তার গলাটা শুনে বোঝা যাচ্ছিল উনি ভীত অবস্থায় ছিলেন।’

কিছুক্ষণ পরে আবার ফোন করে ফরহাদ মজহার ফরিদা আক্তারকে বলেন যে অপহরণকারীরা টাকা চাইছে, টাকা দিলে ছাড়বে। ফরিদা আক্তার বলেন, ‘সকালের দ্বিতীয়বারের ফোনে বললেন, ১০টার মধ্যে ৩৫ লক্ষ টাকা দিতে হবে। তবে কখন কোথায় দিতে হবে, সেসব বলেন নাই।’

ফরিদা আক্তার বলেন, তিনি কোন গোষ্ঠীকে এই অপহরণের জন্য সন্দেহ করছেন না।

‘উনি লেখা-লেখি করেন, সবাই জানেন উনি কী ধরণের চিন্তা-ভাবনা করেন, কাজেই এখানে সন্দেহ করার মত কিছু নেই’, বলেন তিনি।

ফরিদা বলেন, তারা যখনই যা তথ্য পাচ্ছেন সেটা পুলিশকে দিচ্ছেন। পুলিশ তাদের মত করে কাজ করছে এবং তাদের ওপর আস্থা রয়েছে। কিন্তু তিনি চান যাতে দেশের সবাই এ বিষয়ে এগিয়ে আসে।

এর আগে, পুলিশ শ্যামলীর ওই বাসার সিসিটিভি ফুটেজ দেখে জানায়, তারা দেখেছেন ফরহাদ মজহার একা স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হয়ে যান।

তেজগাঁও জোনের উপ-কমিশনার বিপ্লব সরকার বলেন, ‘এরপর কী ঘটেছে সেটা তাদের কাছে এখনও রহস্য। এ রহস্য উদঘাটনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। তথ্যপ্রযুক্তির সহায়তাও নিচ্ছি। এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’

অপহরণ করা হয়েছে এমন তথ্য দিয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

সূত্র: বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা