আমি দারুণ উত্তেজনার মধ্যে আছি : মিষ্টি জান্নাত
কলকাতার সোহমের বিপরীতে অভিনয় করছেন ঢাকার মিষ্টি জান্নাত। জানুয়ারি মাসে ‘ভালোবেসে ছুঁয়ে দিলাম’ শিরোনামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন সোহম ও মিষ্টি। ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের সজল আহমেদ।
নির্মাতা সূত্রে জানা গেছে, এরই মধ্যে ‘ভালোবেসে ছুঁয়ে দিলাম’ চলচ্চিত্রের সবকটি গান রেকর্ড হয়েছে। কণ্ঠ দিয়েছেন ভারতের শান, শ্রেয়া ঘোষাল ও লক্ষ্মী। সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের প্রীতম।
মিষ্টি বলেন, ‘ছবিটিতে জানুয়ারি মাসেই চুক্তিবদ্ধ হয়েছি। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতির কাজগুলো শেষ করেছেন নির্মাতা। আগামী মার্চ মাস থেকেই ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। সিঙ্গাপুর, নেপাল, মালয়েশিয়া, ভারত ও বাংলাদেশে শুটিং হবে।’
তিনি আরও বলেন, ‘কলকাতার সোহম আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। তার সঙ্গে জুটি হয়ে কাজ করছি, এটা তো অবশ্যই ভাললাগার মতো বিষয়। আমি দারুণ উত্তেজনার মধ্যে আছি ছবিটি নিয়ে। আশা করছি ভাল কিছু হবে। দর্শকদের একটি ভাল চলচ্চিত্র উপহার দিতে পারব।’
মিষ্টি জানান, এর পরই ‘ভালোবাসার রাজকুমারী’ নামের আরও একটি সিনেমার শুটিং শুরু হবে। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ ছাড়া ‘চিনি বিবি’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘চিনি বিবি সিনেমায় দর্শক আমাকে অন্যরকমভাবেই দেখবেন। আশা করি, সামনের দিনগুলোতে কাজের মধ্য দিয়েই দর্শকের ভালবাসা অর্জন করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন