আমি বাচ্চা নই: নাসির
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকা পর্ব শেষে দুদিন বিরতিতে বৃহস্পতিবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। বর্তমানে বিপিএলের দলগুলো অবস্থান করছেন বন্দর নগরীতে।
হোম গ্রাউন্ড বিষয়ে ঢাকার প্রতিনিধি অলরাউন্ডার নাসিরের সঙ্গে কথা হয়। তিনি বলেন, হোম টিমের সঙ্গে খেলা বিষয়টা আমরা ওভাবে নিচ্ছি না। এটাও স্বাভাবিক একটা ম্যাচ, আমাদেরও ভালো প্রস্তুতি আছে। আশাকরি ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে।
গত ম্যাচগুলোতে ওয়ানডাউনে ব্যাট করছে নানান আলোচিত মি. ফিনিশার খ্যাত নাসির হোসেন। ভালো রানও পয়েছেন। এমন পজিশনে ব্যাটিং করে নাসির বলেন, যে পজিশনে খেলি না কেন, রান পেলে অবশই ভালো লাগে। এগারো নম্বরে ব্যাট করেও রান পেলে ভালো লাগবে।
নিউজিল্যান্ড সিরিজে প্রাথমিক দলেও নেই নাসির হোসেন। এই নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। তাই বিপিএলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমার কাজ রান করে ম্যাচ জিতানো, এটাই করার চেষ্টা করছি। নিজেকে প্রমাণ করার কিছু দেখছি না। আমি তো আর বাচ্চা নই নিজেকে প্রমান করতে হবে!
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন