আমি শুনেছি ফেসবুকে এসব নিয়ে অনেক লেখালেখি হচ্ছেঃ মাহি

কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশকিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে শাকিব খান বা বাপ্পী চৌধুরীর সঙ্গে আর কোনো ছবিতে কাজ করবেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি।
কিন্তু মাহি বলছেন এসবের কিছুই জানেন না তিনি। কে বা কারা এসব মিথ্যে কথা লিখছেন সে সম্পর্কেও কোনো ধারণা নেই তাঁর। এনটিভি অনলাইনের সঙ্গে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।
নায়িকা মাহি বলেন, ‘আমি শুনেছি ফেসবুকে এসব নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, কিন্তু এসব নিয়ে আমি কিছু জানি না। কোনো সাংবাদিক বা গণমাধ্যমের সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি।
কেন, কারা এসব লিখছে আমি জানি না।’
নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে মাহি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের এক নম্বর নায়ক, দর্শকদের কাছে তিনি অনেক শক্ত একটা অবস্থান তৈরি করেছেন। যে কারণে উনার সঙ্গে কাজ করাটা যেকোনো শিল্পীর জন্যই ভালো সুযোগ। আমিও উনার সঙ্গে কাজ করতে চাই তবে সেটায় সংখ্যায় যেন কম হয়।’
শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে কম কাজ করতে চান কেন? – জানতে চাইলে মাহি বলেন, ‘আমি আসলে নিজের অবস্থান যাচাই করতে চাই। কারণ শাকিব ভাই বর্তমানে যে অবস্থানে রয়েছেন তাতে উনার নামেই ছবি চলে। সাথে কে কাজ করছে সেদিকে দর্শকদের খেয়াল থাকে না। ভাইয়া নিজের পরিশ্রম দিয়ে সেই অবস্থান তৈরি করেছেন। আমি যদি উনার সঙ্গে ছবিতে কাজ করি, আর ছবি যদি হিট হয় তাহলে আমি বুঝতে পারব না, কার জন্য ছবি হিট হচ্ছে। সে কারণে প্রতিটা ছবির মধ্যে কয়েক বছরের ব্যবধান রেখে উনার সঙ্গে কাজ করতে চাই।’
আরেক নায়ক বাপ্পির সঙ্গে কাজের বিষয়ে মাহি বলেন, “বাপ্পির সঙ্গে আমি প্রথম থেকেই কাজ করছি। আগামী ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘অনেক দামে কেনা’। এই ছবিতেও আমি বাপ্পির সঙ্গে কাজ করেছি এবং তার সঙ্গে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি মজা করে বলেছিলাম যে শাকিব ভাইয়ের সঙ্গে চার বছরে একটি ছবি করতে চাই। নিজের অবস্থান আগে শক্ত করতে চাই, আমার কথাগুলো ঠিকমতো না বোঝার কারণেই এ ধরনের ভুল খবর ছাপা হয়েছে।’
আগামী ৮ এপ্রিল মুক্তি পাবে মাহি অভিনীত চলচ্চিত্র ‘অনেক দামে কেনা’। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এই ছবিতে নায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন মাহি। বাপ্পী-মাহি ছাড়াও ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন