শনিবার, জুলাই ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরো আত্মপ্রত্যয়ী তাসকিন

টি২০ বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরার পর কয়েক ধাপে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে যাচ্ছেন ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহেমদ। রোববার সকালে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেস ঝালাই করতে হয়েছে। এদিন দুপুরে বাকিরা যখন বিশ্রামে, কিন্তু তাকে আসতে হলো মিরপুর একাডেমি ভবন মাঠে।

বাড়তি কিছু জরুরি কাজ করার জন্য। বিসিবির আধুনিক প্রযুক্তি অনুযায়ী বোলিং করলেন তিনি। এরপরই আগের চেয়ে আরো আত্মপ্রত্যয়ী হয়ে উঠলেন তাসকিন। আর দেশের ভেতরে এতো উন্নত প্রযুক্তির ব্যবহারে দারুণ মুগ্ধ তরুণ এই পেসার।

প্রখর রোদে বোলিং করে শরীর ঘেমে একাকার তাসকিনের। তারপরও মুখে হাসি ফুটে উঠল রিভিউ কমিটির বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে। খালি চোখে দেখে সবারই মনে হয়েছে, অ্যাকশনে সমস্যা খুব একটা নেই। যতটুকু উন্নতি হয়েছে, তাতে নিজেও দারুণ খুশি তাসকিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো লাগছে যে, আমাদের দেশেও এখন এত উন্নত প্রযুক্তির ব্যবস্থা হয়েছে। আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। অনেক বিশেষজ্ঞ কাজ করছেন আমার সঙ্গে। তাদের মত ও আমার আত্মবিশ্বাস মিলিয়ে অনেক খুশি লাগছে এখন। শেষবার যখন তারা দেখেছিলেন, বলেছিলেন যে অনেক উন্নতি হয়েছে। আজকের ভিডিও দেখার পর যদি আরও উন্নতি হয়েছে মনে করেন, তাহলে আত্মবিশ্বাস আরও বাড়বে।’

যেভাবে উন্নতি হচ্ছে তাতে করে তাসকিনের বিশ্বাস, এভাবে উন্নতি করতে থাকলে শিগগিরই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তত হয়ে উঠবেন তিনি।

এ বিষয়ে তাসকিন বলেন, ‘শেষবার যখন তারা দেখেছিল, বলেছিল যে অনেক উন্নতি হয়েছে। আজকের ভিডিও দেখার পর যদি আরও উন্নতি হয়েছে মনে করেন তারা, তাহলে আত্মবিশ্বাস আরও বাড়বে। এভাবে উন্নতির ধারা থাকলে অল্প সময়ের মধ্যেই টেস্টের জন্য যেতে পারব বলে আশা করি।’

বিশেষ করে বোলিংয়ে বড় ধরণের পরিবর্তনের প্রয়োজন অনুভব করেননি তাসকিন। তার যে বোলিং অ্যাকশান ছিল সেটা নিয়েও তিনি কাজ করেছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার তো সত্যি বলতে বড় কিছু বদলানোর দরকার ছিল না। ৭ ওভারের মধ্যে ৩টা বলে ত্রুটি পেয়েছিল তারা। সেটা বড় সমস্যা ছিল না। তার পরও যতটুকু কাজ হয়েছে তাতে আমি খুশি। আমার অবস্থা এখন অনেক ভালো।’

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!