আর নগ্ন ছবি ছাপাবে না প্লেবয়
প্লেবয় ম্যাগাজিনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নগ্নতার আভিজাত্য। এবার এটিকে ঝেড়ে ফেলার ঘোষণা দিলেন ম্যাগাজিনটির অন্যতম প্রবীণ সম্পাদক কোরি জোনস।
কোরি জোনসের এই ঘোষণাবে স্বাগত জানিয়েছেন প্লেবয় প্রধান হিউ হেফনার। আগামী মার্চ মাসে প্লেবয় সংখ্যার প্রচ্ছদে নারীদের উত্তেজক ভঙ্গিমায় দেখা গেলেও সম্পূর্ণ নগ্ন ছবি আর দেখা যাবে না।
মার্কিন পুরুষদের গোটা একটা প্রজন্মের কাছে প্লেবয় ম্যাগাজিন ছিল ইডেনের বাগানে নিষিদ্ধ ফলের মতো। ফোন, ইন্টারনেট যখন স্বপ্নেরও অতীত সেই সময় মার্কিন পুরুষদের ঘুম কেড়ে নিয়েছে অথবা শান্তির ঘুম জুগিয়েছে এই প্লেবয় ম্যাগাজিন। ইন্টারনেট বিপ্লবে সহজলব্ধ হয়েছে পর্নোগ্রাফি। ধীরে ধীরে গুরুত্ব, আভিজাত্য হারিয়ে প্লেবয় ম্যাগাজিনের বিক্রি এখন এসে দাঁড়িয়েছে মাত্র ৮ লাখে। ১৯৭৫ সালে এই প্লেবয় ম্যাগাজিনেরই বিক্রি ছিল ৫.৬ মিলিয়ন।
১৯৫৩-য় প্লেবয় ম্যাগাজিনের প্রথম সংখ্যার প্রচ্ছদ মডেল ছিলেন মেরিলিন মনরো। প্লেবয়ের প্রচ্ছদে মুখ দেখিয়েই নিজেদের জাত চিনিয়েছেন ম্যাডোনা, শ্যারন স্টোন, নাওমি ক্যাম্পবেল। ১৯৭২ সালের নভেম্বর মাসের প্লেবয় সংখ্যা বিক্রি হয়েছিল সাত মিলিয়ন কপি।
নগ্নতার প্রতিবাদে যারা প্লেবয়ের বিরোধিতা করেছেন তারাও অস্বীকার করতে পারেননি এর জনপ্রিয়তাকে। তাই তো আজও লোগোর বিচারে অ্যাপল বা নাইকির মতোই এক ঝলকেই চিনে ফেলা যায় প্লেবয়কে।
৬২ বছর পর প্লেবয়ের ডিজাইনও আজ তৈরি ওয়েব ট্রাফিকের কথা মাথায় রেখে। গত আগস্ট মাসেই ওয়েবসাইট থেকে নগ্নতা সরিয়ে ফেলেছিল প্লেবয়। ফলস্বরূপ পাঠক সংখ্যা গড় বয়স নিমেষে ৪৭ থেকে নেমে এসেছিল ৩০-এ। ওয়েব ট্রাফিক ৪ মিলিয়ন থেকে এক লাফে হয়ে গিয়েছিল ১৬ মিলিয়ন। ওয়েবসাইটের সাফল্যেই এবার ম্যাগাজিনের প্রচ্ছদ থেকে নগ্নতা পুরোপুরি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্লেবয়। সূত্র: আনন্দবাজার ও গার্ডিয়ান।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন