‘আশিকি ৩’ থেকে কঙ্গনাকে বাদ দিতে বললেন হৃতিক!
আশিকি ২ এর কথা নিশ্চয়ই কেউ ভোলেননি! ২০১৩-এ মুক্তি পাওয়া পরিচালক মোহিত সুরির মিউজিক্যাল ব্লকবাস্টার রোম্যান্টিক ছবি যা বলিউড বক্স অফিসের রিপোর্টেও বেশ সফল হয়েছিল। এই ছবিটি পার্শ্বচরিত্রের অভিনেতা আদিত্য রায় কপূরকে স্টার বানিয়ে দেয়। শুধু আদিত্য কেন, ছবির নায়িকা শ্রদ্ধা কপূরকেও বেশ অনেকটাই ব্যস্ত করে দেয় পরবর্তীকালে।
এ বার শুরু হতে চলেছে ‘আশিকি ৩’ ছবির কাজ। এ ছবির নায়ক হৃতিক রোশন। আর এটা মোটামুটি ঠিক হয়েই গিয়েছে। কিন্তু ছবির নায়িকা কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই বেশ বেগ পেতে হচ্ছে প্রযোজক মুকেশ ভট্ট আর তাঁর টিমকে। প্রথমে এই ছবির নায়িকা ঠিক করা হয় সোনম কপূরকে। কিন্তু কোনও এক কারণে এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন সোনম। এর পর হৃতিকের নায়িকা হিসেবে কঙ্গনা রানাওয়াতের নাম ভাবা হয়। নাম জানানো হয় ছবির নায়ককেও। আর নায়িকার নাম শুনেই নাকি চটেছেন হৃতিক! সে কি কথা?
বলিউডের একটি সূত্রের দাবি, হৃত্বিক নাকি ছবির কাস্টিং টিমকে অন্য নাম ভাবতে বলেন। শুধু তাই নয়, কঙ্গনার সঙ্গে কাজ করতে তিনি নাকি একেবারেই ‘কমফর্টেবল’ নন। তাই তাঁর নায়িকা হিসেবে অন্য কাউকে ভাবা হোক।
ঠিক কেন কঙ্গনার সঙ্গে কাজ করতে ‘কমফর্টেবল’ নন হৃতিক? এর উত্তর অবশ্য পাওয়া যায়নি। তাই খবরটা সামনে আসতেই বলিউডের নানা মহলে জল্পনার ঝড় উঠেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন