আসিফ-ইমনের জুটি!
জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের হাত ধরে চলচ্চিত্রের গানে অভিষেক আসিফের। সিনেমাটির নাম ‘রাজা নাম্বার ওয়ান’। এরপর ইমনের সুর-সঙ্গীতে আরও বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দেন। এ সবই ঘটেছে ইতিহাস তৈরি করা ‘ও প্রিয়া তুমি কোথায়’ এ্যালবাম রিলিজ হওয়ার আগে। ইমনের সহকারী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। আসিফ ভক্তদের জন্য সুখবর হচ্ছে, আবার নতুন গান উপহার দিতে যাচ্ছেন এই জুটি।
শওকত আলী ইমন বুধবার দুপুরে বলেন, ‘আসিফের সঙ্গে নতুন গান তৈরির ব্যাপারে কথা হয়েছে। কয়েকদিনের মধ্যে রেকর্ডিং শুরু হবে। প্রাথমিকভাবে ৪টি গান গাইবেন আসিফ। এগুলো অনলাইনে রিলিজ দেওয়া হবে। এটা অনেকটা এক্সপেরিমেন্টাল কাজ।’
এ দিকে আসিফও ফেসবুক পাতায় বিষয়টি শেয়ার করেন। সেখানে বুধবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতপরিচালককে নিয়ে স্মৃতিচারণ করেন। আসিফ বলেন, ‘১৭ বছর ধরে ইমন ভাইয়ের সঙ্গে পরিচয়। আমার গানের সংখ্যা আরও বেশি হতে পারত। অনেক কাজ হওয়া উচিত ছিল উনার সাথে, যুক্তিতে যাব না, ভাগ্যে ছিল না, কাজ হয়নি। ইমন ভাইয়ের মতো দেশসেরা কম্পোজারের তৈরি করা গায়ক আমি, আর আমাকে ব্যবহার করেছে ইন্ডাস্ট্রি, এটা দুজনের পক্ষেই মেনে নেয়া কষ্টকর ছিল।’
ইমনের সঙ্গে কাজের অভিজ্ঞতার বয়ান দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘সারাদিন উনার সাথে থাকা, গান তৈরি করা থেকে শুরু করে ষ্টুডিও পর্বের সবকাজে আমি থাকতাম ছায়ার মতো, কাজ শেষে রাতে নামিয়ে দিতেন রামপুরার বাসায়। আমাকে কী করতে হবে বুঝিয়ে দিলেন তিনি। সিনিয়র এবং অভিজ্ঞ শিল্পীরা কিভাবে গান করেন, সুর, উচ্চারণের স্পষ্টতা, তাল লয় ছন্দ, মাইক্রোফোনের ব্যবহার, গান ধরা, গান ছাড়া, সেই সাথে আবেগ মিশ্রিত করা। নানান টেকনিক্যাল ব্যাপার শিখতে হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন