আয়নাবাজিতে চঞ্চল-নাবিলার চুম্বন দৃশ্যের পিছনের কথা(ভিডিও)

ট্রেইলার-গান সব কিছুতেই বাজিমাত করছে আয়নাবাজি। ছোট পর্দায় কাজ করা অমিতাভ রেজার স্বপ্নের ছবি, প্রথম ছবি ‘আয়নাবাজি’। এখানে বহুরুপী যুবক আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার বিপরীতে রয়েছেন নাবিলা।
চঞ্চল চৌধুরী আগে সিনেমায় আভিনয় করলেও নাবিলা এবারই প্রথম সিনেমায় অভিনয় করছে। আর প্রথম সিনেমাতেই চুম্বন দৃশ্যের অফার পান।
আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। এ উপলক্ষে চলছে জোর প্রচারণা। তারই অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ হয়েছে ছবিটির একটি চুম্বন দৃশ্যের বিহাইন্ড দ্য সিনস। সেখানে দেখা গেছে চঞ্চলের সঙ্গে নাবিলার গভীর চুম্বন দৃশ্য।
বিহাইন্ড দ্য সিনসে জানানো হলো চুম্বন দৃশ্যটির আসল ঘটনা। এতে কাজ করতে গিয়ে চঞ্চল-নাবিলা দুজনই বেশ অস্বস্তিতে ভুগেছেন বলে জানালেন।
চঞ্চল বলেছেন, ‘আমাকে নাবিলা অন্তরঙ্গভাবে চুম্বন করছে- এ দৃশ্য ছাড়া বাকি সব দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। সত্যি কথা বলতে, এই দৃশ্যের কাজ করতে গিয়ে বিব্রতবোধও করেছি। তবে ছবির গল্প তো আর পাশ কাটানো যায় না।’
অন্যদিকে নাবিলা বলেন, ‘ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রেই এমন একটি দৃশ্যের জন্য প্রস্তুত ছিলাম না। কাজ করার আগে যখন অমিতাভ ভাই আমাকে গল্পটি শুনিয়েছিলেন তখনই বলেছিলেন একটি দৃশ্যে চঞ্চল ভাইকে চুম্বন করতে হবে। যদি রাজি থাকি তাহলেই আমাকে রাখা হবে। তখন হ্যাঁ বা না কিছু বলিনি। আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। বেশ ভয় পেয়েছিলাম। তবে এ দৃশ্যেই সবচেয়ে বেশি মজা পেয়েছি।’
বাকিটা ভিডিও থেকেই জেনে নিন…
https://youtu.be/xLlQIgpBCUo
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন