‘আয়নাবাজি’ নিয়ে তামিম ইকবালের ভিডিও

অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া ও নাবিলা। ছবির কলাকুশলী ছাড়াও অন্যান্য অভিনয়শিল্পীও ছবিটি দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছবিটি দেখতে আগ্রহী ক্রিকেটাররাও।
‘আয়নাবাজি’ ছবির ফ্যান পেজে ক্রিকেটার তামিম ইকবালের একটি ভিডিওবার্তা ছাড়া হয়েছে গতকাল শনিবার দিবাগত রাতে। ভিডিওবার্তাটিতে তামিম ইকবাল বলেছেন, ‘আয়নাবাজির ট্রেলার দেখেছি। লুকস রিয়েলি গুড। আমি অবশ্যই যাচ্ছি দেখতে । আশা করি, আপনারা সবাই যাবেন।’
এর আগে সঙ্গে আলাপে চঞ্চল চৌধুরী জানান, ক্রিকেটার সাকিব আল হাসানও ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
তারকাবহুল এই চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে পরিচালক অমিতাভ রেজাকেও অভিনয় করতে দেখা যায়। এ ছাড়া অতিথি একটি চরিত্রে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভও অভিনয় করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন