শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ. লীগ নেতাকে ছেলের গুলি, অল্পের জন্য রক্ষা!

ঝালকাঠি পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কোর্ট রোডে তাঁদের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সম্প্রতি ঝালকাঠি পৌরসভায় লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দেন মেয়র লিয়াকত আলী তালুকদার। নতুন করে লাইসেন্স দেওয়াও বন্ধ করেন তিনি। কিন্তু মেয়রের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদার লাইসেন্স নবায়ন ও নতুন করে লাইসেন্স দেওয়ার জন্য তাঁর বাবাকে চাপ দেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়রের কোর্ট রোডের বাস ভবনে বাবা ও ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে লিটন তালুকদার উত্তেজিত হয়ে বাবা পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ভাগ্যক্রমে গুলি মেয়রের শরীরে লাগেনি।

তাৎক্ষণিক মেয়র পুলিশকে বিষয়টি জানালে পুলিশ বাসা থেকে লিটন তালুকদারকে আটক করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কোর্ট রোড এলাকার কয়েকজন বাসিন্দা জানায়, সন্ধ্যার দিকে পৌর মেয়রের বাসায় চারটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে মেয়রের বড় ছেলেকে আটক করে।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ‘মেয়র লিয়াকত আলী তালুকদার আমাকে ফোন করে বলেছেন, তাঁর ছেলে মদপান করে মাতলামি করছেন। খবর পেয়ে আমি তাঁর বাসা থেকে বড় ছেলেকে আটক করে থানায় নিয়ে আসি। ঘটনার তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে পরে কথা বলুন বলে সংযোগ কেটে দেন।

থানায় আটক থাকায় লিটন তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান জানান, মেয়রের সঙ্গে তিনি কথা বলেছেন। মেয়র তাঁকে জানিয়েছেন, তাঁর ছেলে লিটন তালুকদার তাঁকে লক্ষ্য করে গুলি করেছিলেন। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

পুলিশ সুপার জানান, ঘটনার পরপর পুলিশ মেয়র বাসায় গিয়ে একটি পিস্তল, একটি গুলির খোসা, দুটি ম্যাগাজিন ও ১৪টি গুলি উদ্ধার করেছে। পিস্তলটি লিটন তালুকদারের অবৈধ অস্ত্র। এর কোনো লাইসেন্স নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন

গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন

ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..

ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন

  • অবসরপ্রাপ্ত পুলিশের অকাণ্ড, জীবন গেল নাতির
  • স্মার্টফোন চুরির অভিযোগে মা-মেয়ে-নাতনিকে নির্যাতন!
  • এ এক মহা উদ্যোগঃ শহীদদের স্মরণে শিখা প্রজ্জ্বলন করলেন বধ্যভূমি সংরক্ষণ সংগঠন ’হৃদয়ে একাত্তর’
  • স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
  • গাঁজাসহ গ্রেফতার যুবলীগ কর্মী কারাগারে
  • জাতীয় পতাকা উড়াবার চেষ্টায় পেটে পাইপ ঢুকে স্কুলছাত্রের করুন মৃত্যু
  • স্কুলের সামনে থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে রাতভর গণধর্ষণ, অবশেষে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
  • ঝালকাঠিতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা
  • শ্বশুরবাড়ি থেকে প্রবাসী জামাইয়ের লাশ উদ্ধার
  • ঝালকাঠিতে বিএনপির সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি
  • ঝালকাঠিতে মন্দিরে হামলা, পুলিশসহ আহত ১০