শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইউনিয়ন ছাত্রলীগ নেতা , বাকিতে সিগারেট না দেয়ায় খুন করল ব্যবসায়ীকে

লালমনিরহাটে বাকিতে সিগারেট না দেয়া ও আগের বাকি টাকা চাওয়ায় ইউনিয়ন ছাত্রলীগ নেতার হাতে খুন হয়েছেন তাজুল ইসলাম (২২) নামের এক মুদি দোকানদার। শুক্রবার বিকালে জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি হাটে এ হামলার পর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন নিহত তাজুলের অপর আরও ৪ ভাই।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রধান আসামি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান লিমন (২৮), তার ভাই লিটন মিয়া (৩২) ও এরশাদ নামে তিনজনকে লালমনিরহাট সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। লিমন ও লিটন পঞ্চগ্রাম পশ্চিম মণ্ডলপাড়া গ্রামের ফরিদ মণ্ডলের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হতাহতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে লিমন সিন্দুরমতি হাটে আতাউরের দোকানে গিয়ে সিগারেট বাকিতে কিনতে চায়। এতে আতাউর অপারগতা জানালে এবং লিমনের কাছে আগের পাওনা ৩ হাজার ৮শ টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে লিমন। এ সময় আতাউরকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরদিন শুক্রবার বিকালে লিমন ও লিটনসহ আরও ১০-১২ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে আতাউরের ওপর হামলা চালায়।

এ সময় তার অপর ৪ ভাই রেজাউল (২৮), ফারুক (২৬), আরিফুল (২৪) ও তাজুল (২২) এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের নৃশংসভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত ৫ ভাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে শনিবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাজুল মারা যান। আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন অপর ৪ ভাই আতাউর, রেজাউল, ফারুক ও আরিফুল।

এদিকে পুলিশ ভোররাতে পঞ্চগ্রামে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা নাজমুল হাসান লিমন, তার ছোট ভাই লিটন মিয়া ও এরশাদুলকে গ্রেফতার করে। উত্তর মণ্ডলপাড়ার সামাদ মণ্ডলের ছেলে মুদি ব্যবসায়ী আতাউর রহমান ও তার ভাইদের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল নাজমুল হাসান লিমন ও লিটন।

নিহত তাজুলের বড় ভাই জাহেদুল ইসলাম জানান, চাঁদার টাকা ও বাকিতে সিগারেট না দেয়ায় আমাদের ওপর হামলা চালায় তারা। হামলায় আহত অবস্থায় ভাইদের রংপুর মেডিকেলে নেয়া হলে আমার ছোট ভাই তাজুল মারা যায়। নিহত তাজুলের চাচা দুলাল মণ্ডল জানান, লিমন ও লিটন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা আদায় করে আসছিল। দুলাল মণ্ডলসহ ওই এলাকার অনেকে জানান, এরা এলাকায় মূর্তিমান আতংক। মাদক ব্যবসা, চোরাচালান, চাঁদাবাজি, মারামারিসহ সন্ত্রাসী কাজে লিপ্ত লিমন বাহিনী।

সিন্দুরমতি বাজার বণিক সমিতির সভাপতি করম আলী মিয়া জানান, লিমন বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী ঘটনায় এই বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ ও আতংকিত। তিনি একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ এখনও বাড়ি পৌঁছেনি।

পঞ্চগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার জানান, ইউনিয়নবাসী সন্ত্রাসী লিমন বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এদের অত্যাচারের ভয়ে মানুষ মুখ খুলতে সাহস পায় না। এ ঘটনায় তিনি হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাহফুজার রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, প্রধান আসামিসহ তিনজনকে ধরা হয়েছে। খুনিরা যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে, পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের কন্ঠস্বর ‘’’’’’’ অনলাইন নিউজের ’’’’’Facebook প্রেন্ড পেইজে’’’’’’’লাইক দিয়ে সংয়ুক্ত থাকুন’

এই সংক্রান্ত আরো সংবাদ

আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ

আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় আরও ৩ মামলা
  • বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
  • রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
  • কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
  • গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
  • নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !
  • ট্রাকচালকের আসনে ছিল হেলপার
  • যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
  • কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
  • দুই ঠিকাদারকে পিটিয়ে টাকা ছিনতাই করল আ’লীগ-যুবলীগ